পেগাসাসের মাধ্যমে অভিষেকের ওপর নজরদারি হয়েছে, মুখ ফস্কে স্বীকার করলেন শুভেন্দু?
একটি ভাইরাল ভিডিও ক্লিপে দেখা গেছে তিনি বলছেন, অভিষেকের কাছে যদি পশ্চিমবঙ্গ সরকার থাকে, তাদের কাছেও কেন্দ্রীয় সরকার আছে।

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সম্প্রতি প্রকাশ্যে দাবি করেছেন ওনার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিস থেকে মেদিনীপুরের বিভিন্ন এসপি এবং অন্যান্য পুলিশ অফিসারকে করা ফোনের কল রেকর্ড আছে। একটি ভাইরাল ভিডিও ক্লিপে দেখা গেছে তিনি বলছেন, অভিষেকের কাছে যদি পশ্চিমবঙ্গ সরকার থাকে, তাদের কাছেও কেন্দ্রীয় সরকার আছে।
এর পরই শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি প্রকাশ্যে এসেছে বিস্ফোরক এক তথ্য। পেগাসাস স্পাইওয়ারের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর নজরদারি চালানো হয়েছে, উঠে এসেছে এমন তথ্য। তাই এর ক্লিপের বক্তব্য উস্কে দিয়েছে একটি প্রশ্ন। অভিষেকের ফোনের রেকর্ডিং কি তাহলে পেগাসাস এর মাধ্যমে পেলেন শুভেন্দু? তাহলে কি মুখ ফস্কে সরল স্বীকারোক্তি এই বিজেপি নেতার? অভিষেক, প্রশান্ত কিশোরদের ফোন তাহলে সত্যিই নজরদারির আওতায় ছিল?
শুভেন্দুর এই মুখ ফস্কে বলে ফেলা সরল সত্য এই মুহূর্তে বিপাকে ফেলত পারে বিজেপি সরকারকে। বিজেপি সরকার গতকাল থেকেই বলে আসছে, পেগাসাস, নজরদারি ইত্যাদি, কিছুর মধ্যে তারা জড়িত নয়। দলবদলু শুভেন্দু অতি চালাকের মত কী গলায় দড়ির ব্যবস্থা করলেন, উঠেছে প্রশ্ন।