শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতকে জেতালেন চাহার
কার্যত হাতছাড়া হওয়া ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া (India)। মঙ্গলবার দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কারে (Sri Lanka) তিন উইকেটে হারাল ভারত। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ পকেটে পুরল রাহুল দ্রাবিড়ের ছেলেরা। জয়ের নায়ক দীপক চাহার (Deepak Chahar)। তবে বল হাতে নয়, ব্যাট হাতে ম্যাচ জেতালেন এই ভারতীয় পেসার। আট নম্বরে ব্যাট করতে নেমে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেললেন তিনি। ২৭৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পাঁচ বল বাকি থাকলেই জয়ের কড়ি সংগ্রহ করে ভারত। ৫৩ রান করেন সূর্যকুমার যাদব।
২৭৬ রান তাড়া করতে নেমে পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। ওপেনার পৃথ্বী সাউ (১৩) ও তরুণ বাঁহাতি ব্যাটসম্যান ঈশান কিষান (১) দুর্বল শট খেলে উইকেট ছুঁড়ে দেন। অধিনায়ক ধাওয়ান ২৯ রানে লেগ বিফোর হন। একটা সময় ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ৬৫। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন মণীশ পাণ্ডে ও সূর্যকুমার যাদব। চতুর্থ উইকেটে তাঁরা ৩২ বলে ৫০ রান যোগ করেন। এরপর আচমকাই রান আউট হয়ে যান মণীশ (৩৭)। ওই ওভারেই হার্দিক পান্ডিয়া খাতা না খুলে মাঠ ছাড়েন (০)। একেবারেই ফর্মে নেই তিনি। ফলে টি-২০ বিশ্বকাপ দলে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা কমছে। আস্কিং রেট নাগালে থাকলেও পর পর উইকেট পড়ে যাওয়ায় ভারতের চ্যালেঞ্জ কঠিন হয়ে পড়ে। লোয়ার অর্ডারে ক্রুনাল পান্ডিয়া (৩৫) কিছুটা লড়লেও বাকিদের থেকে কোনও সাহায্য পাননি। একটা সময় মনে হয়েছিল, সহজেই সিরিজে সমতা ফেরাবে শ্রীলঙ্কা। তবে আট নম্বরে ব্যাট করতে নামা দীপক চাহার দুরন্তভাবে দলকে লড়াইয়ে ফেরান। ৬৪ বলে দুরন্ত অর্ধ-শতরানে ভারতের জয়ের উজ্জ্বল করেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন ভুবনেশ্বর কুমার (অপরাজিত ১৯)। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতে জয়ের কড়ি সংগ্রহ করে সিরিজ জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া। ৬৯ রানে অপরাজিত থাকেন চাহার।
টসে জিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৯ উইকেটে তোলে ২৭৫ রান। ওপেনিং জুটিতে আভিষ্কা ফার্নান্ডো (৫০ ) ও ভানুকা (৩৬) যোগ করেন ৭৭ রান। গত ম্যাচের মতোই এদিনও ভারতকে প্রথম সাফল্যটি এনে দেন স্পিনার যুজবেন্দ্র চাহাল। ৫০ রানের বিনিময়ে তাঁর ঝুলিতে জমা পড়েছে মোট তিনটি উইকেট। অবশেষে ছন্দে পাওয়া গেল পেসার ভুবনেশ্বর কুমারকে। তিনটি উইকেট তুলে নিয়েছেন তিনি। বল হাতে সফল দীপক চাহারও (২টি উইকেট)। তবে দুর্দান্ত ব্যাটিং করেছেন আসালাঙ্কা। ৬৮ বলে তাঁর সংগ্রহ ৬৫ রান। সপ্তম উইকেটে চামিকা করুণারত্নের (অপরাজিত ৪৪) সঙ্গে ৫০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে হতাশ করেছেন স্পিনার কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া।