খেলা বিভাগে ফিরে যান

শেষ মুহূর্তে বাতিলও হতে পারে অলিম্পিক্স

July 21, 2021 | < 1 min read

ওলিম্পিকসে করোনার চোখ রাঙানি বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের শরীরে মিলল মারণ ভাইরাসের হদিশ। গেমসে মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়াল ৬৭। যার মধ্যে ভিলেজেই ৫ জনের করোনা ধরা পড়েছে।

স্বাভাবিকভাবেই ক্রীড়াবিদদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেক বিশেষজ্ঞই দাবি করছেন, গেমসে জৈব সুরক্ষা বল ভেঙে গিয়েছে। এই পরিস্থিতিতে ওলিম্পিকসের কারণে জাপানে মহামারীর আকার ধারণ করতে পারে করোনা। তাহলে কি শেষ মুহূর্তে ওলিম্পিকস বাতিল হতে পারে? সম্ভাবনাটা একেবারই উড়িয়ে দিচ্ছেন না আয়োজক কমিটির প্রধান তসিরো মুতো। এক বিবৃতিতে তিনি বলেন, ‘কিছু করোনা কেস যে পাওয়া যাবে, সেটা আমরা আগেই আঁচ করেছিলাম। তবে প্রতিদিনই সংখ্যাটা যেভাবে বাড়ছে, তা যথেষ্ট উদ্বেগের। পরিস্থিতি আরও খারাপ হলে, আমরা আলোচনায় বসব। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপ্রাণ চেষ্টা চলছে ওলিম্পিকসকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার।’

উল্লেখ্য, করোনা (COVID19) পরিস্থিতিতে দেশে ওলিম্পিকস (Tokyo Olympics) আয়োজন ঘিরে এমনিতেই বিতর্ক তুঙ্গে জাপানে। প্রতিদিনই সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে আয়োজকদের। পরিস্থিতি বেগতিক বুঝে আইওসি’র সঙ্গে আলোচনাতেও বসেছিলেন জাপানের প্রধানমন্ত্রী যশিহিদ সুগা। রুদ্ধদ্বার বৈঠকের পর তিনি জাপানের মানুষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন। এক বিবৃতিতে সুগা বলেন, ‘গোটা বিশ্ব করোনায় জর্জরিত। তবে এই কঠিন পরিস্থিতিতে জাপান সবাইকে পথ দেখাচ্ছে। সুষ্ঠুভাবে ওলিম্পিকস আয়োজনের জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ আইওসি সভাপতি টমাস বাখও নির্ধারিত সূচি বজায় রেখে ওলিম্পিকস আয়োজনের ব্যাপারে আশাবাদী। তাঁর মন্তব্য, ‘আমি নিশ্চিত, গেমস সফল হবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #Tokyo Olympics

আরো দেখুন