দেশ বিভাগে ফিরে যান

কলেজে হয়েছিলেন বহিষ্কৃত, কান চলচ্চিত্র উৎসবে সেরার শিরোপা পেলেন পায়েল

July 21, 2021 | < 1 min read

এ যেন এক ফিনিক্স পাখির গল্প। ২০১৫ সালে পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্রী ছিলেন পায়েল কাপাডিয়া (Payal Kapadi)। সেই সময় এই শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে গজেন্দ্র চৌহানকে বসানো হয়। পায়েল প্রতিবাদ করেছিলেন এবং দীর্ঘ চার মাস ক্লাস বয়কট করেছিলেন। তাঁর বিরুদ্ধে বিধিভঙ্গের আরোপ আনা হয় এবং সেই সঙ্গে স্কলারশিপের টাকা বন্ধ করে দেওয়া হয়। পায়েলের বিরুদ্ধে এফআইআর করাও হয়েছিল। যদিও তার ঠিক দু’বছর পর ‘আফটারনুন ক্লাউডস’ ছবিটি ২০১৭-র কান চলচ্চিত্র উত্সবে মনোনীত হওয়ার পর এফটিটিআই থেকেই তাঁর যাতায়াতের খরচ বহন করা হয়। আর গত শনিবার এই পায়েলের ‘আ নাইট অব নোইং নাথিং’ ৭৪তম কান চলচ্চিত্র উত্সবে (Cannes 2021) সেরা তথ্যচিত্রের শিরোপা পেয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন, প্রতিশোধ বোধহয় শিল্পের উত্কর্ষতার মাধ্যমেই নেওয়া উচিত। পায়েলের এই তথ্যচিত্র এক যুবতীর গল্প বলে, যে কলেজে পড়ার সময় তার প্রেমিকের থেকে দূরে সরে যায়। তারপর থেকে তারা চিঠি লিখে কথা বলত। এই চিঠির মাধ্যমে প্রকাশ পায়, কীভাবে সেই যুবতীর চারপাশ হঠাত্ করে বদলে যাচ্ছে। বাস্তবের সঙ্গে কিছুটা স্বপ্ন, কিছুটা স্মৃতি, কিছুটা দুশ্চিন্তার সংমিশ্রণ ঘটেছে। অনেকে বলেন, ওই চার মাসের ক্লাস বয়কটের সময়টাই পায়েলকে এই ছবি তৈরি করতে সাহায্য করেছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cannes 2021, #Payal Kapadia

আরো দেখুন