দেশ বিভাগে ফিরে যান

পেগাসাস কান্ড নিয়ে এসএইটি গঠন করুক সুপ্রিম কোর্ট, শহিদ দিবসে আবেদন মমতার

July 21, 2021 | < 1 min read

আজ ২১শে জুলাই শহিদ দিবসের ভার্চুয়াল সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস সভা নেত্রী মমতা বন্দোপাধ্যায় (mamata banerjee) সুপ্রিম কোর্টকে (Supreme Court) আবেদন করেন পেগাসাস কান্ড (pegasus spyware) নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে।

মমতা বন্দোপাধ্যায় আজ বলেন যে জানা গেছে বিচারপতিদের ফোন‌ও ট্যাপ হচ্ছে। তাই গণতন্ত্রকে বাঁচাতে, দেশকে বাঁচাতে, সুপ্রিম কোর্টকে আবেদন করেন তিনি। তিনি আবেদন করেন যে এই পেগাসাস কাণ্ডের তদন্ত করতে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠন করা হোক।

উল্লেখ্য, ফ্রান্সের যে অলাভজনক সংস্থা ‘ফরবিডেন স্টোরিজ়’ পেগাসাসের সাহায্যে এই আড়ি পাতার বিষয়টি সামনে এনেছে। ‘ফরবিডেন স্টোরিজ়’ এই কাজ করছে ১৬টি আন্তর্জাতিক মিডিয়া পার্টনারের সঙ্গে। সাহায্য করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের টেকনিক্যাল টিম। জানা গেছে, দু’জন কেন্দ্রীয় মন্ত্রী, তিন জন বিরোধী নেতা-নেত্রী, এক জন সাংবিধানিক পদাধিকারী, চল্লিশের বেশি সাংবাদিক, বহু ব্যবসায়ী ও শিল্পপতি, নিরাপত্তা সংস্থার বর্তমান ও প্রাক্তন প্রধান, সমাজকর্মী, আমলা, আইনজীবীরা আক্রান্ত এই স্পাইওয়্যারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#supreme court, #Pegasus Scandal, #Mamata Banerjee

আরো দেখুন