রাজ্য বিভাগে ফিরে যান

২১- শের মঞ্চ থেকে বিরোধীদের একজোট হওয়ার বার্তা অভিষেকের

July 21, 2021 | < 1 min read

২১- শের মঞ্চ থেকে দলের কর্মীদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশিত পথে চলার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন দেশজুড়ে দলকে আরও শক্তিশালী করার শপথ নিলেন তিনি।

বিরোধী দলের নেতাদের একজোট হয়ে বিজেপি বিরোধী আন্দোলনে সামিল হওয়ার আহ্বানও জানালেন অভিষেক। ধন্যবাদ জানালেন সকল বিরোধী নেতাদের যারা দিল্লির কনস্টিটিউশন ক্লাবে শহিদ স্মরণের মঞ্চে উপস্থিত হয়েছেন।

পাশাপাশি, বিজেপির (BJP) অনৈতিকতার বিরুদ্ধে মাথা উঁচু রাখার পরামর্শ দিলেন তিনি। বুথস্তর থেকে দলকে শক্তিশালী করার সংকল্পও নেন অভিষেক।

এদিনের মঞ্চ থেকেই তৃণমূলের (TMC) মুখপত্র জাগো বাংলার, সাপ্তাহিক থেকে দৈনিক পত্রিকা হওয়ার ঘোষণা করেন তিনি। ধন্যবাদ জানান কর্মীদেরও।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #abhishek banerjee, #tmc, #Shahid Dibas, #Mamata Banerjee

আরো দেখুন