কোভিড-পেগাসাস কাণ্ডে সরকারের সমালোচনার জের, দৈনিক ভাস্করের অফিসে আয়কর হানা
দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্র দৈনিক ভাস্করের (Dainik Bhaskar) একাধিক দপ্তরে হানা দিল আয়কর বিভাগ। দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্রের অফিসে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। পেগাসাস নজরদারি এবং কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের ভূমিকার সমালোচনা করার জন্য কি আয়কর দপ্তরের (income tax) হানা, উঠছে সেই প্রশ্ন।
দেশের বৃহত্তম মিডিয়া গ্রুপ দৈনিক ভাস্করের প্রধান কার্যালয় মধ্যপ্রদেশে। দৈনিক ১২টি ভাষায় ৬০টিরও বেশি সংস্করণ প্রকাশিত হয়। সূত্রের খবর, মধ্যপ্রদেশের ভোপাল ও ইন্দোরের অফিস ছাড়াও রাজস্থানের জয়পুর, গুজরাটের আহমেদাবাদ এবং মহারাষ্ট্রের একাধিক অফিসে তল্লাশি চালাচ্ছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
কেন্দ্রীয় সরকারের এই স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিরোধী নেতা থেকে বিশিষ্ট সাংবাদিকরা।
তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন টুইটে লিখেছেন, মোদী- শাহ ভয় পেয়েছে। সংবাদমাধ্যমগুলিকে বলব, শক্ত থাকুন, শিরদাঁড়া সোজা রাখুন।
কংগ্রেসের রাজ্যসভা সাংসদ জয়রাম রমেশ লিখেছেন, দৈনিক ভাস্কর তার প্রতিবেদনে কোভিড মোকাবিলায় মোদী সরকারের অব্যবস্থার কথা তুলে ধরেছিল। এখন তার মূল্য চোকাতে হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক সাবা নাকভি লিখেছেন, দ্বিতীয় ঢেউয়ের সময় অসাধারণ সংবাদ পরিবেশন করেছিল এই গ্ৰুপ।
এছাড়াও, আরও অনেকে এই আয়কর হানার নিন্দা করে দৈনিক ভাস্করের পাশে দাঁড়িয়েছেন।