দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

সন্দেশখালিতে ম্যানগ্রোভের চারা বসানো শুরু, রক্ষণাবেক্ষণ করবেন মহিলারা

July 22, 2021 | < 1 min read

একের পর এক ঘূর্ণিঝড় সহ বিভিন্ন কারণে ধ্বংস হয়েছে সুন্দরবনের সবুজ। তাই সুন্দরবনকে রক্ষার স্বার্থে সচেতনভাবে শুরু হল ম্যানগ্রোভ (Mangrove) চারা রোপণের কাজ। সন্দেশখালি ১ ব্লকের বিডিও সুপ্রতিম আচার্যের উদ্যোগে বুধবার বাউনিয়া, ন্যাজাট সহ বিভিন্ন এলাকায় শুরু হল চারা গাছ বসানোর কাজ। এদিন দেখা যায়, গ্রামের রাস্তার পাশে, নদীর ধারে গ্রামের মহিলারা গাছ বসানোর কাজে হাত লাগিয়েছেন। তবে শুধু রোপণ করাই নয়, এইসব গাছগুলিকে রক্ষা করতেও আগ্রহী তাঁরা। এর আগে বিভিন্ন সময়ে গাছ বসানো হলেও দেখা গিয়েছে, রক্ষণাবেক্ষণের অভাবে তা মারা যাচ্ছে।

গোরু, ছাগল শুধু নয়, অসচেতনভাবে এলাকার বেশ কিছু মানুষও সেগুলি নষ্ট করে দেয়। এর ফলে সরকারের বহু টাকা নষ্ট হয়। তাই এবার এইসব গাছ রক্ষণাবেক্ষণের জন্য ১০০ দিনের কাজে যুক্ত মহিলাদের ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে সন্দেশখালির (Sandeshkhali) বিধায়ক সুকুমার মাহাত জানান, আমরা গ্রামে গ্রামে চারাগাছ বসানোর জন্য বলেছি। আগামী দিনে গ্রামের মানুষের হাতে আমরা বিনামূল্যে চারা তুলে দেব। এই সমস্ত গাছ গ্রামের মানুষরা বাঁচিয়ে রাখতে পারলে পরিবেশ অনেকটাই রক্ষা পাবে। এমন উদ্যোগের মধ্যে দিয়েই আগামী দিন সুন্দরবনকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করা যাবে। গোটা সন্দেশখালি জুড়ে এই ম্যানগ্রোভ চারা বসানোর কাজ চলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#mangrove, #Sandeshkhali

আরো দেখুন