রাজ্য বিভাগে ফিরে যান

প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল, ২৩ জুলাই পাওয়া যাবে মার্কশিট

July 22, 2021 | < 1 min read

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল মূল্যয়ণ পদ্ধতিতে হবে আগেই জানিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ন’লক্ষ। পরীক্ষা বাতিল হওয়ায় মেধা তালিকা প্রকাশ হচ্ছে না। ২৩ জুলাই মার্কশিট হাতে পাবেন ছাত্রছাত্রীরা।

সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৪৯৯। পেয়েছেন মুর্শিদাবাদের মেয়ে। তবে তাঁকে ‘প্রথম স্থানাধিকারী’ বলতে রাজি নয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।  ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৯০১৩ জন। 

প্রথম দশে ৮৬ জন। উচ্চমাধ্যমিকে পাশের ৯৭.৬৯ শতাংশ। ছাত্র এবং ছাত্রীদের পাশের হার প্রায় সমান।  সংসদের ৫২টি কেন্দ্র থেকে মার্কশিট দেওয়া হবে। 

২০২০ সালের একাদশের লিখিত পরীক্ষার উত্তরপত্রের ভিত্তিতে নম্বর। নম্বর রিভিউ করা যাবে। সেক্ষেত্রে ২৬ জুলাই দুপুর ৩টের মধ্যে রিভিউয়ের আবেদন করতে হবে।  মাধ্য়মিকের মতো উচ্চ মাধ্যমিকেও নম্বরে সন্তুষ্ট না হলে ফের পরীক্ষায় বসার সুযোগ। 

উচ্চ মাধ্যমিকে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#higher secondary examination, #WB HS Result 2021, #HS Result

আরো দেখুন