তৃণমূল নেত্রীকে প্ৰধানমন্ত্ৰী পদে দেখতে চেয়ে সরাসরি পোস্টার পড়ল খড়গপুরে
বাংলার মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী দেখতে চেয়ে এরআগেই টুইটারে ট্রেন্ড হয়েছিল। এবার তৃণমূল নেত্রীকে প্ৰধানমন্ত্ৰী পদে দেখতে চেয়ে সরাসরি পোস্টার পড়ল। ২১ জুলাইয়ের রাত থেকে খড়গপুরে তেলুগু ভাষায় ব্যানার দেখা যায়। সেখানে লেখা মমতাই দেশের ভাবী প্ৰধামন্ত্রী। মুখ্যমন্ত্রীর মঙ্গল কামনায় শিব মন্দিরে পুজোও দেন তৃণমূল কর্মীরা।
খড়গপুরে ৬০ শতাংশ মানুষই তেলুগু ভাষী। সেই কারণে বিজেপি হোক বা তৃণমূল, সবার নজর তেলেগু ভোটের দিকে।
দক্ষিণ ভারতের মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এর আগেও দেখা গেছে। বাংলায় ভোটের আগে তৃণমূলের স্লোগান খেলা হবে দেখা গেছে দক্ষিণ ভারতের দেওয়ালে। মমতাকে ভাবী প্রধানমন্ত্রী দেখতে চেয়ে তাঁর ছবি আঁকা হয়েছে তামিলনাড়ুর দেওয়ালে।
মাদুরাইয়ের বাস স্ট্যান্ডের কাছে মমতা আম্মার সমর্থনে দেওয়াল লিখন দেখা গেছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে দেওয়া দেওয়াল লিখনে লেখা হয়েছে ভারতের ভাবী প্রধানমন্ত্রী মমতা আম্মা।
প্ৰধান বিরোধী শক্তি বিজেপিকে হারিয়ে বাংলায় তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। এরপর গোটা দেশে বিজেপি বিরোধী মুখ হয়ে উঠেছেন তিনি। টুইটারে মমতা সমর্থকরা কখনও ট্রেন্ড করেছে বেঙ্গলি প্রাইম মিনিস্টার। আবার কখনও ট্রেন্ড হয়েছে ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি। এরপর ২১ শে জুলাই, তৃণমূলের শহীদ দিবস বাংলার গন্ডী পেরিয়ে প্রথমবার দিল্লী, উত্তরপ্রদেশ, গুজরাত, বিহার, আসাম-সহ একাধিক রাজ্যে পালিত হয়। ২১ এর মঞ্চ থেকে তৃণমূল নেত্রী বিজেপি বিরোধী দলগুলিকে একজোট হয়ে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়েছেন। ২১ এর হাত ধরে তৃণমূল যখন ২৪ এর ভোটে দিল্লির মসনদ দখলের চেষ্টায় মরিয়া। তখনই খড়গপুড়ে দেখা গেল এই ব্যানার।