কলকাতা বিভাগে ফিরে যান

৬২ শতাংশ মানুষকে টিকার একটি ডোজ দিয়ে দেশে ‘প্রথম’ কলকাতা

July 23, 2021 | < 1 min read

টিকাকরণে পথ দেখাচ্ছে বাংলাই। সমীক্ষা বলছে দেশের প্রধান ৫ শহর, যেগুলিতে ইতিমধ্যেই প্রায় ৫০ শতাংশ মানুষ টিকা পেয়েছেন করোনার, তাদের তালিকায় প্রথমে আছে কলকাতার নাম। দিন কয়েক আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন টিকাকরণে প্রথম স্থানে বাংলা, সমীক্ষার রিপোর্ট বলছে কলকাতা সেই তালিকায় একেবারে শুরুতে।

করোনা (COVID19) প্রথম ঢেউ এর থেকে শিক্ষা নিয়ে প্রস্তুতি নেওয়ার আগেই আছড়ে পড়েছিল দ্বিতীয় ঢেউ। দেশের খুব অল্প সংখ্যক মানুষ তখনও টিকার ডোজ পেয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের সংকট জনক পরিস্থিতিতে একাধিক মূল্যায়নের পাশেই জোর দেওয়া হয়েছিল টিকাকরণে। কেন্দ্র থেকে গবেষকদল সকলেই একবাক্যে জানিয়েছিল এই মুহুর্তে সংক্রমণের গ্রাফ নামতে পারে টিকা।

দ্বিতীয় ঢেউ সামলে উঠলেও চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে ভারত চাইছে দ্রুত টিকা করণ হোক সব দেশবাসীর। তবে দেশে এখনো পর্যাপ্ত টিকা তৈরি না হওয়ায় বাকি রয়েছেন বহু মানুষ। কেন্দ্রের টিকাবন্টন নীতি নিয়ে সুর চড়িয়েছে সব দল।

লাগাতার আওয়াজ উঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃতীয় বার মুখ্যমন্ত্রীর পদে বসার পর থেকে বারবার চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে। মমতা সহ একাধিক মুখ্যমন্ত্রীর দাবিতে নিজের সিদ্ধান্ত থেকে সরে এসে সব রাজ্যগুলিকে বিনামূল্যের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নমো।

এবার টিকা করণে দেশের বড়ো ৫ শহরের নামে নাম উঠেছে বাংলার কলকাতার। বড়ো শহরগুলির টিকা করণ (COVID19 Vaccination) নিয়ে করা এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। রিপোর্ট বলছে কলকাতার ৬০ শতাংশের বেশি মানুষ টিকা পেয়েছেন। কলকাতার ৫ জনের একজন মানুষ ইতিমধ্যেই করোনার টিকার দুই ডোজ পেয়েছন। তালিকায় রয়েছে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাইয়ের নাম।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #COVID19 Vaccination

আরো দেখুন