আবার প্রকাশ্যে বঙ্গ বিজেপির অন্তর্কলহ, শুভেন্দুর অমিত-সাক্ষাতে বিভক্ত দল

স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দুকে ডেকে পাঠাননি। তাহলে তিনি গেলেন কেন?‌

July 23, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

শুক্রবার তড়িঘড়ি চুপচাপ নয়াদিল্লি (New Delhi) পাড়ি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমনকী সবাইকে অন্ধকারে রেখে সংসদ ভবনে গেলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। আর দেখা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে। সেখানে বৈঠক সেরে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘‌নির্বাচনের পর সন্ত্রাস নিয়ে কথা হয়েছে।’‌ এখন প্রশ্ন উঠছে, যদি তাই হবে তাহলে তিনি চুপিচুপি গেলেন কেন?‌ আর এই প্রশ্ন তুলছেন বিজেপি (BJP) নেতাদের একাংশ।

এমনকী বিষয়টি নিয়ে চূড়ান্ত বিরক্ত আদি বিজেপি শিবির। সূত্রের খবর, এবারও দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানতেন না। এই সফর হতে চলেছে। শুভেন্দু সংসদে গেলেও নিজের দলের সাংসদদের সঙ্গে দেখা করেননি। রাজ্য কমিটির নেতাদের অভিযোগ, বাংলা নিয়ে আলোচনাই যদি করবেন তাহলে একা গেলেন কেন? সবকিছু সেরে তারপর ছবি পোস্ট করলেন অমিত শাহের সঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দুকে ডেকে পাঠাননি। তাহলে তিনি গেলেন কেন?‌ নিজে গ্রেফতার হতে পারেন বলেই কী পরামর্শ করতে গিয়েছিলেন?‌

নামপ্রকাশে অনিচ্ছুক এক আদি বিজেপি নেতা বলেন, ‘‌শুভেন্দু যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ফোনের কললিস্ট এবং কল রেকর্ডিং তাঁর কাছে থাকার দাবি করেছেন। তার জেরে কেন্দ্রের নাম জড়িয়ে পেগাসাস অভিযোগ প্রতিষ্ঠা হয়েছে। এতে বেশ অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তাই শুভেন্দুকে ধমক দেওয়া হয়েছে।’‌

যদিও বাবা শিশির অধিকারী দলত্যাগ–বিরোধী আইনের ইস্যুতে লোকসভা থেকে চিঠি পেয়েছেন। এই বিষয়টিতে বাবার সাংসদপদ রক্ষার চেষ্টায় আলোচনা করতে শুভেন্দু অমিত শাহের কাছে গিয়েছিলেন বলে আদি বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিকদের বলেন, ‘‌আমাকে তো এক আদি বিজেপি নেতা ফোনে বললেন ওকে কড়কে দেওয়া হয়েছে। কে ফোন করেছিলেন বলব না। শুভেন্দুর কাছে পেগাসাস আছে। আমার ফোন ট্যাপ করে জেনে নেবে নিজেই।’‌

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen