দেশ বিভাগে ফিরে যান

আইসিএসই, আইএসসি-র ফল আজকেই, জেনে নিন কোথায় দেখবেন তালিকা

July 24, 2021 | < 1 min read

২৪ জুলাই আইএসসি (ISC) ও আইসিএসই (ICSE) ফল ঘোষণা করা হবে। শুক্রবার বোর্ডের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, দুপুর ৩টের সময় দশম ও দ্বাদশ শ্রেণির ফল ঘোষণা করা হবে।

কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (সিআইএসসিই) জানিয়েছে, পড়ুয়ারা কাউন্সিলের ওয়েবসাইটে লগইন করে ফল জানতে পারবে, তাছাড়া এসএমএস করেও ফল জানা যাবে। কাউন্সিলের কেরিয়ার পোর্টাল থেকে দশম ও দ্বাদশের ফলাফল সংগ্রহ করতে পারবে স্কুলগুলি। এ বছর মেধাতালিকা প্রকাশ করা হবে না।

আজ বেলা ৩টের পর থেকে results.cisce.org ও cisce.org ওয়েবসাইটে লগইন করে ফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে আইএসসি ও আইসিএসসি-র আইডি দিয়ে ০৯২৪৮৮২৮৮৩ নম্বরে পাঠাতে হবে।

পরীক্ষার মূল্যায়ন কীভাবে হবে সে বিষয়ে আগেই জানিয়েছিল সিআইএসসিই। বলা হয়েছিল, দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ক্ষেত্রে নবম শ্রেণির নম্বর বিবেচনা করা হবে। সেই সঙ্গে দশমের অভ্যন্তরীণ নম্বরও যোগ করা হবে। তাছাড়া, মূল্যায়নের ক্ষেত্রে স্কুলে ছাত্রছাত্রীদের গত ৬ বছরের পরীক্ষার ফলও বিবেচনা করে দেখা হবে। দ্বাদশ শ্রেণির ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে বলে জানিয়েছে কাউন্সিল।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মতোই চলতি বছর আইএসসি ও আইসিএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়। ইতিমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে সিবিএসই দ্বাদশের রেজাল্ট বের হবে। সিআইএসসিই-র তরফে জানানো হয়েছে, ফলাফল নিয়ে পড়ুয়াদের কোনও অভিযোগ থাকলে তা রিভিউ করা যাবে না। যেহেতু ছাত্রছাত্রীরা এবার পরীক্ষা দেননি, তাই নম্বর রিভিউ করার অন্য উপায় নেই। কাউন্সিলের ঠিক করে দেওয়া ফর্মুলাতেই মূল্যায়ন হবে। যদি নম্বরের ব্যাপারে কোনও স্কুলের আপত্তি থাকে তাহলে তা ১ অগস্টের মধ্যে কাউন্সিলকে জানাতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Isc, #Exam Result, #ICSE

আরো দেখুন