রাজ্য বিভাগে ফিরে যান

গাড়িতে লাল বা নীল বাতির ব্যবহার করতে পারবেন শুধুমাত্র ১৪ জন পদাধিকারী, নয়া নির্দেশিকা নবান্নের

July 24, 2021 | < 1 min read

সম্প্রতি নীল ও লালবাতি (Blue or Red Light) লাগানো গাড়িতে (Car) দিনের পর দিন ঘোরা একাধিক ভুয়ো আধিকারিকদের হদিশ মিলেছে এ রাজ্যে। এবার তাই গাড়িতে লাল ও নীলবাতি ব্যবহার নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। নয়া নির্দেশিকায় দেখা যাচ্ছে, শুধুমাত্র ১৪ বিভাগের পদাধিকারীই এই নীল-লালবাতি গাড়ি ব্যবহারের সুবিধা পাবেন। এর আগে সংখ্যাটা ছিল ১৯। ভুয়ো আধিকারিকদের গাড়ির রমরমা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছিল কলকাতা হাই কোর্ট। যার পর গত সোমবার আরও একবার পরিবহন দপ্তরের তরফে ২০১৪ সালের নোটিফিকেশন পুনরায় পুলিশকে পাঠানো হয়। কারা গাড়িতে লাল বা নীল বাতি ব্যবহার করতে পারবেন, তা জানানো হয়। বেআইনিভাবে নীল ও লাল বাতির ব্যবহার রুখতেই শুক্রবার নয়া নির্দেশিকা প্রকাশ করল নবান্ন (Nabanna)।

নিম্নলিখিত পদাধিকারীরাই শুধুমাত্র গাড়িতে লাল বা নীল বাতি ব্যবহার করতে পারবেন :

১) মুখ্যমন্ত্রী-সহ রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রী
২) মুখ্য সচিব
৩) অতিরিক্ত মুখ্য সচিব ও প্রধান সচিব
৪) ডিভিশনাল কমিশনার
৫) রাজ্য পুলিশের ডিজি
৬) ডিজি দমকল
৭) আয়কর ও শুল্ক দপ্তরের কমিশনার
৮) পুলিশের আই জি ও ডি আই জি
৯) নিজস্ব এলাকায় এই গাড়ি ব্যবহার করতে পারবেন প্রতিটি জেলার জেলাশাসক
১০) মিউনিসিপাল কমিশনার (নিজেদের এলাকায়)
১১) রাজ্য মিউনিসিপাল কমিশনার
১২) বিভিন্ন জেলার পুলিশ সুপার (নিজেদের এলাকায়)
১৩) সাব ডিভিশনাল অফিসার ও পুলিশের সাব ডিভিশনাল অফিসার (নিজেদের এলাকায়)
১৪) পুলিশ পেট্রোলিং কার, দমকল ও কনভয়ের গাড়ি

উল্লেখ্য, এর বাইরে কোনও আধিকারিক গাড়িতে লাল বা নীল বাতি ব্যবহার করলে আইন বিরুদ্ধ কাজের জন্য উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nabanna, #Red Light Car

আরো দেখুন