বীরভূমে তৃণমূলের বুথ সভাপতিকে খুনের চেষ্টা, অভিযুক্ত বিজেপি
বীরভূমে(Birbhum) তৃণমূলের বুথ সভাপতিকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। ছুরির আঘাতে গুরুতর আহত ওই তৃণমূল(TMC) নেতাকে ভর্তি করা হয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ওই বিজেপি(BJP) কর্মী পল্টু নন্দীকে। শুক্রবার ঘটনাটি ঘটেছে বীরভূমের রাজনগর এলাকায়।
জানা গিয়েছে, ছুরির আঘাতে গুরুতর আহত ওই তৃণমূল নেতার নাম বাসুদেব মণ্ডল। শুক্রবার সকালে সাইকেল চালিয়ে রাজনগর বাজারে যাচ্ছিলেন তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি বাসুদেব মণ্ডল। তখন অতর্কিতে তাঁর ওপর হামলা চালায় পল্টু। ছুরি দিয়ে বাসুদেববাবুর গলায় আঘাত করার চেষ্টা করে সে। আসেপাশে থাকা মানুষজন রুখে দাঁড়ালে এলাকা ছেড়ে পালায় আততায়ী। এরপর আহত বাসুদেবকে উদ্ধার করে প্রথমে রাজনগর গ্রামীণ হাসপাতাল ও পরে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে স্থানীয় বিজেপি নেতার ভাই পল্টু বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ রয়েছে। এ ঘটনায় পল্টুর স্ত্রীকে থানায় অভিযোগ জানাতে সহযোগিতা করেছিলেন বাসুদেব। আর সেই আক্রোশ থেকেই তৃণমূল নেতার ওপর হামলা চালায় বলে জানতে পেরেছে তদন্তকারীরা। শনিবার অভিযুক্ত পল্টুকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। ঘটনায় রাজনৈতিক যোগ রয়েছে কিনা সেটাও জানার চেষ্টা করা হচ্ছে।