খেলা বিভাগে ফিরে যান

অলিম্পিক্সে কাল পদকের সন্ধানে সানিয়া, সিন্ধু, মেরি কম, প্রণতীরা

July 24, 2021 | < 1 min read

দ্বিতীয় দিনেই রৌপ্য পদক পেয়ে ভারতে আশা বাড়িয়ে দিয়েছেন মীরাবাঈ চানু। নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারতীয় হকি দল। টেবিল টেনিসের দ্বিতীয় রাউন্ডে গেছেন বাংলার সুতীর্থা।

২৫ তারিখ ভারতের প্রতিনিধি হিসেবে কারা, কখন, কিসে খেলতে নামবেন? দেখে নিন এক ঝলকে

শুটিং

  • ভোর ৫-৩০: মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল (মনু ভাকের, যশস্বিনী সিং দেশওয়াল)
  • সকাল ৬টা: ছেলেদের স্কিট (অঙ্গদ বাজওয়া, মাইরাজ আহমেদ খান)
  • সকাল ৭-৪৫: মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ( দীপক কুমার, দীবাংশ সিং পানওয়ার)
  • দুপুর ১২টা: ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল ফাইনাল (দীপক কুমার, দীবাংশ সিং পানওয়ার উঠলে)

জিমন্যাস্টিকস

  • সকাল ৬-৩০: মেয়েদের আর্টিস্টিক ইভেন্ট যোগ্যতা পর্ব (প্রণতি নায়েক)

টেবিল টেনিস

  • সকাল ৬-৩০ : মিক্সড ডাবলস কোয়ার্টার ফাইনাল (শরথকমল-মণিকা)
  • সকাল ৫-৩০: ছেলে ও মেয়েদের সিঙ্গেলস, দ্বিতীয় রাউন্ড ( জি সাথিয়ান, শরথকমল, মণিকা বাত্রা, সুতীর্থা মুখোপাধ্যায়)
  • বিকেল ৪-৩০: মিক্সড ডাবলস সেমিফাইনাল (শরথকমল-মণিকা)

ব্যাডমিন্টন

  • সকাল ৭-১০: পিভি সিন্ধু, বিরুদ্ধে ইসরায়েলের প্রতিযোগী

টেনিস

  • সকাল ৭-৩০: সানিয়া মির্জা/অংকিতা রায়না, বিরুদ্ধে ইউক্রেনের প্রতিযোগী

সেলিং

  • সকাল ৮-৫৫: মেয়েদের রেস (নেত্র কুমানন)
  • সকাল ১১-০৫: ছেলেদের রেস (বিষ্ণু সর্বানন)

বক্সিং

  • দুপুর ১-৩০: মেয়েদের, এম সি মেরি কম, বিরুদ্ধে ডোমিনিকার প্রতিযোগী
  • দুপুর ৩-০০: ছেলেদের, মানুষ কৌশিক, বিরুদ্ধে গ্রেট ব্রিটেনের প্রতিযোগী

হকি

  • বিকেল ৩টে : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ ছেলেদের

সাঁতার

  • বিকেল ৩-৩২: মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক হিট (মানা প্যাটেল)
  • বিকেল ৩-৫২: ছেলেদের ২০০ মিটার ফ্রিষ্টাইল হিট (সজন প্রকাশ)
  • বিকেল ৪-৪৯: ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক হিট (শ্রীহরি নটরাজ)
TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Tokyo Olympics, #olympics

আরো দেখুন