দেশ বিভাগে ফিরে যান

গ্রাহকদের রেশন দিতে মোদী সরকারের ‘মডেল’ মমতার বাংলাই

July 25, 2021 | 2 min read

আধার (Aadhar) সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি এমন রেশন গ্রাহকদের খাদ্য দেওয়ার জন্য বাংলার পথ অনুসরণ করার জন্য সব রাজ্যকে পরামর্শ দিল কেন্দ্রের মোদি সরকার (Modi Govt)। রেশন গ্রাহকদের নথিভুক্ত মোবাইল নম্বরে আসা ‘ওটিপি’ ডিলারের ই-পস যন্ত্রে দিয়ে খাদ্যসামগ্রী দেওয়ার কাজ রাজ্যে ইতিমধ্যে শুরু হয়েছে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের সচিব সুধাংশু পাণ্ডে (Sudhanshu Pandey) সম্প্রতি একটি চিঠিতে জানিয়েছেন, মোবাইলে আসা ওটিপি-র মাধ্যমে গ্রাহকদের পরিচয় যাচাই করার এই পথ অনুসরণ করতে সব রাজ্যকেই পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আধার সংযোগ না হওয়া গ্রাহকদের সরকারি কর্মী-আধিকারিকদের উপস্থিতিতে গ্রাহকদের পরিচয় যাচাই করে খাদ্য দেওয়ার বিকল্প পরামর্শও দিয়েছে কেন্দ্র। 


রেশন গ্রাহকদের বাড়িতে গিয়ে আধার নম্বর সংযুক্তিকরণের প্রক্রিয়া রাজ্যে জুলাই মাস থেকে শুরু হয়েছে। তবে খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, এখনও মোবাইলে আসা ওটিপি-র মাধ্যমে বেশিরভাগ লোককে খাদ্য দেওয়া হচ্ছে। রাজ্যে রেশন গ্রাহকের সংখ্যা ১০ কোটি ৩০ লক্ষ। এর মধ্যে খাদ্যদপ্তর নিজে প্রায় ৩ কোটি ৯২ লক্ষ গ্রাহকের আধার সংযুক্তিকরণ করেছে। বাড়িতে গিয়ে ও রেশন দোকানের মাধ্যমে গত এক মাসে আরও প্রায় ১ কোটি ৫২ লক্ষ গ্রাহকের আধার সংযুক্তিকরণ করা হয়েছে। কিন্ত এর মধ্যে এই প্রক্রিয়া পুরোপুরি সফল হয়েছে প্রায় ৯৪ লক্ষের। বাড়িতে যাওয়া প্রতিনিধিদের মাধ্যমে আধার সংযুক্তিকরণে সাফ঩ল্যের হার গড়ে ৫৩ শতাংশ। প্রক্রিয়াটি সফল না হওয়া পর্যন্ত আধার নম্বর যুক্ত হওয়ার বিষয়টি এখনও ই-পস যন্ত্রে দেখাচ্ছে না। ফলে এদের ক্ষেত্রে আধার যাচাই করে খাদ্য দেওয়া সম্ভব নয়। খাদ্যদপ্তর সূত্রে বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকারি সংস্থা ‘ইউআইডিএআই’ এর মাধ্যমে আধার সংযুক্তিকরণ প্রক্রিয়াটি পুরোপুরি সম্পন্ন হবে।

এই কারণে অনেকের সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন হতে দেরি হচ্ছে। তবে আধার ও রেশন কার্ডে নামের বানানে কোনও পার্থক্য থাকলে এই প্রক্রিয়াটি আটকে যাবে। সেটাও অনেকের ক্ষেত্রেই হচ্ছে। ফলে সব রেশন গ্রাহকের আধার সংযুক্তিকরণ করা সময় সাপেক্ষ ব্যাপার বলেই মনে করা হচ্ছে। খাদ্যদপ্তর ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগস্ট মাস পর্যন্ত মোবাইলে আসা ওটিপি-র মাধ্যমে রেশন দোকানে খাদ্য মিলবে। কিন্তু তারপর থেকে বাধ্যতামূলকভাবে ই-পস যন্ত্রে গ্রাহকের আধার নম্বর আঙুলের ছাপের মাধ্যমে অনলাইনে যাচাই করা হবে। 

খাদ্যদপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, ওটিপি- র মাধ্যমে খাদ্য দেওয়ার ব্যবস্থা প্রয়োজনে আরও কিছুটা বাড়ানো হতে পারে।বাড়ি বাড়ি গিয়ে আধার সংযুক্তিকরণ তো হচ্ছেই। এরপর এলাকা ভিত্তিক বিশেষ শিবির খুলে বাদ পড়া গ্রাহকদের জন্য এই কাজ করা হবে। এর পাশাপাশি রেশন দোকানের ই-পস যন্ত্রের মাধ্যমে প্রতি মাসের ৮ তারিখ থেকে সংযুক্তিকরণের কাজ করার জন্য খাদ্যদপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে। যত তাড়াতাড়ি সম্ভব আধার সংযুক্তিকরণের সংখ্যা বৃদ্ধি করার ব্যাপারে অবশ্য কেন্দ্র ও রাজ্য সরকার একমত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ration

আরো দেখুন