উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

উদ্বেগ বাড়িয়ে দার্জিলিঙে বেলাগাম দৈনিক করোনা সংক্রমণ

July 27, 2021 | 2 min read

বাঙালির পর্যটন মানেই ‘দীপুদা’! ভেঙে বললে দীঘা, পুরী, দার্জিলিং(Darjeeling)। যাঁদের পায়ের তলায় সর্ষে, তাঁদের কাছে মহামারী কোন ছার! একটু অবকাশ পেলেই ছুটে যেতে চান সমুদ্র, না হয় পাহাড়ে। করোনা আবহের মধ্যেও এই তিন জায়গায় ভিড়ে ঘাটতি নেই। বিশেষত উইকএন্ডে দীঘা, পুরীতে উপচে পড়ছে ভিড়। তবে এই ‘ত্রয়ী’র মধ্যে চিন্তা বাড়াচ্ছে দার্জিলিং। রাজ্যে গত কয়েকদিনের হিসেব বলছে, করোনা সংক্রমণে হয় শীর্ষে, নয়ত প্রথম তিনে রয়েছে এই পাহাড়ি জেলা। ১১-২৬ জুলাইয়ের মধ্যে চারদিনই তারা ছিল সংক্রমণে এক নম্বরে। দ্বিতীয় স্থানে ছিল ছ’দিন। তৃতীয় স্থানে ছিল দু’দিন এবং চতুর্থ স্থানে পাঁচদিন। দার্জিলিং ছাড়া অন্যান্য যে ক’টি জেলায় করোনা গ্রাফ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, সেগুলি হল উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও বাঁকুড়া। মহামারী বিশেষজ্ঞ ও জনস্বাস্থ্যবিদদের একাংশের বক্তব্য, সম্ভবত উত্তরবঙ্গ তথা দার্জিলিং দিয়েই রাজ্যে প্রবেশ করতে পারে করোনার তৃতীয় ঢেউ। সেকথাই কি তাহলে সত্যি হতে চলেছে? রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, দার্জিলিংয়ের পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। জেলা প্রশাসনের সঙ্গে প্রতিমুহূর্তে যোগাযোগ রাখছেন অফিসাররা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য বলেন, জেলায় মাস্কের ব্যবহার যথেষ্ট ভালো। তা সত্ত্বেও সংক্রমণ কেন বাড়ছে, তা ভাবতে হবে। একাধিক সমীক্ষার মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করছি। একাধিক দেশ ও রাজ্যের সীমানা থাকায় সেই দিকটিও মাথায় রাখতে হচ্ছে।

স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, ২৬ জুলাই দার্জিলিং ছিল করোনা (Covid19) সংক্রমণে রাজ্যে দ্বিতীয়। দৈনিক সংক্রমণ ছিল ৬৪, উত্তর ২৪ পরগনার পরেই। ২৩, ২৪ এবং ২৫ জুলাই টানা তিনদিন এই জেলায় নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন যথাক্রমে ৯২, ৮৯ এবং ৮৯ জন। এই সময়কালে ১৭ জুলাইও দার্জিলিং সংক্রমণের শীর্ষে (৮৯) ছিল। ১২, ১৩, ২০, ২১, ২২— এই পাঁচদিন তারা ছিল দু’নম্বরে। সংক্রমণের নিরিখে রাজ্যে তৃতীয় স্থানে ছিল ১৫ এবং ১৮ জুলাই। আবার শেষ পক্ষকালে তারা চতুর্থ স্থানে ছিল চারবার। ১১, ১৪, ১৬ এবং ১৯ জুলাই। ১৯ জুলাইয়ের (৪৯) সংক্রমণ বাদ দিলে ১১-২৬ জুলাইয়ের মধ্যে কোনওদিনই এখানে দৈনিক সংক্রমণ ষাটের নীচে নামেনি। সর্বনিম্ন দৈনিক সংক্রমণ ছিল ৬৪।

TwitterFacebookWhatsAppEmailShare

#Darjeeling, #covid19

আরো দেখুন