ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, শিলিগুড়িতে একদিন করে বন্ধ থাকবে বাজার
করোনা সংক্রমণের গ্রাফ শিলিগুড়ি (Siliguri) সহ দার্জিলিং জেলায় নিম্নমুখী হতে হতে একটা জায়গায় এসে থমকে গিয়েছে। সেখান থেকে গ্রাফ আর না নামায় উদ্বিগ্ন জেলা প্রশাসন। তাই এবার সংক্রমণ কমিয়ে আনার জন্য বাজারগুলির উপর বিশেষ নজর দেওয়া হল। সোমবার থেকে শিলিগুড়ির পাশাপাশি দার্জিলিং জেলার সব বাজার সপ্তাহে একদিন করে বন্ধ রেখে স্যানিটাইজ করা শুরু হল। কিছুদিন আগে শিলিগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানকার দু’টি বাজারকে সাতদিন বন্ধ রাখা হয়েছিল। তাতে সুফল মেলায় করোনার সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বাজারগুলির দিকে বাড়তি সাবধানতা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দার্জিলিংয়ের জেলাশাসক এস পন্নমবলম বলেন, জেলায় করোনা বাড়ছে না, আবার কমছেও না। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সপ্তাহে একদিন করে বাজার বন্ধ থাকবে। খোলা বাজারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, দেখার জন্য প্রশাসন অভিযান চালাবে। তবে আগে ব্যবসায়ী সমিতিগুলিকে এ ব্যাপারে দায়িত্ব নিতে হবে। তাদের প্রতিনিধি রেখে এ জন্য একটি মনিটরিং কমিটি গড়ে দেওয়া হবে। জেলাশাসক জানান, সমীক্ষা করে দেখা গিয়েছে বাজার খোলা থাকায় ঠিকমতো স্যানিটাইজ করা যাচ্ছে না। এলাকা ভিত্তিক সংক্রমণের শৃঙ্খলও ভাঙা যাচ্ছে না। এজন্যই প্রত্যাশামতো সংক্রমণ কমছে না। তাই সপ্তাহে একদিন করে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পাশাপাশি কন্টেইনমেন্ট ও মাইক্রো কন্টেইনমেন্ট জোনের উপর বাড়তি গুরুত্ব দেওয়া হবে। হোম আইসোলেশনে যাঁরা থাকছেন, তাঁদের উপরও নজর রাখা হবে যাতে তাঁরা সব নির্দেশিকা মেনে চলেন।
বৃহত্তর শিলিগুড়ি খুচরো ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গিয়েছে, পুরসভা এলাকার ২৩টি বাজার সপ্তাহে একদিন করে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সেইমতো এদিন বাগরাকোটের টাউন স্টেশন বাজার, চম্পাসারি মোড়, চম্পাসারি এসজেডিএ মার্কেট, নিবেদিতা রোড সব্জি বাজার, ঝঙ্কার মোড় সব্জি বাজার, সুভাষপল্লি, রবীন্দ্রনগর ও রথখোলা বাজার বন্ধ ছিল। আজ, মঙ্গলবার ডিআইফান্ড পুরনো বাজার, ডিআইফান্ড শিবাবি সব্জি বাজার, জলপাইমোড় ও এনজেপি স্টেশন বাজার বন্ধ থাকবে। বৃহস্পতিবার বন্ধ থাকবে এনজেপি গেটবাজার, হায়দরপাড়া, ঘোগোমালি, গুরুংবস্তি বাজার, ডিআইফান্ড কলাহাটি, মুড়িহাটি ও চালহাটি বন্ধ থাকবে। শুক্রবার মহাবীরস্থান বাজার, টিকিয়াপাড়া বাজার এবং শনিবার শান্তিনগর বউ বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এই দিনগুলিতে সংশ্লিষ্ট বাজারগুলিতে পুরসভার তরফে স্যানিটাইজ করা হবে।
পুর এলাকার পাশাপাশি মহকুমার অন্যান্য বাজার নিয়েও সোমবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে বৈঠকে করেন জেলাশাসক এস পন্নমবলম। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন বাজার কমিটির সদস্য এবং শিলিগুড়ি পুলিস কমিশনারেটের আধিকারিকরা।
বৃহত্তর শিলিগুড়ি খুচরো ব্যবসায়ী সমিতির পক্ষে বিপ্লব রায় মুহুরি বলেন, ২৩টি বাজার সপ্তাহে একদিন করে বন্ধ রাখা হবে। বন্ধ থাকার দিনগুলিতে স্যানিটাইজেশন করা হবে। এ ব্যাপারে প্রশাসন আমাদের কাছে সহযোগিতা চেয়েছে। আমরা সহযোগিতার আশ্বাস দিয়ে পুলিসেরও সহযোগিতা চেয়েছি।