দেশ বিভাগে ফিরে যান

মোদীর সাথে বৈঠকে টিকা প্রসঙ্গ তুললেন মমতা

July 27, 2021 | < 1 min read

আধঘণ্টার বেশি সময় ধরে দিল্লিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়। বেরিয়ে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, কলাইকুন্ডায় দেখা হয়নি। তাই এখন সৌজন্য সাক্ষাৎ হল। করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে মোদীর সঙ্গে মমতার বৈঠক হয়। প্রসঙ্গত, ভোটের পরে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠক হল মুখ্যমন্ত্রীর। এই বৈঠক ঘিরে তুমুল জল্পনা ছিল দেশের রাজনৈতিক মহলে।

মুখ্যমন্ত্রী এদিন জানান, আরও ভ্যাকসিনের (Covid vaccination) প্রয়োজনের কথা তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। তিনি বলেন, ‘আরও করোনার ভ্যাকসিনের প্রয়োজন, একথা জানিয়েছি। জনসংখ্যা বেশি, অন্য রাজ্যের তুলনায় কম ভ্যাকসিন পেয়েছি। ভ্যাকসিনের বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছি।’

পাশাপাশি, বাংলার নাম বদল নিয়েও কথা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, ‘বাংলার নাম বদল নিয়েও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি। বহুদিন ধরে বিষয়টি পড়ে আছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছি। প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘রাষ্ট্রপতি এখন কাশ্মীরে। তিনি সময় দিয়েছেন। কিন্তু তাঁর সঙ্গে সাক্ষাতের জন্য আরটি পিসিআর করা দরকার। আমার ডবল ডোজ নেওয়া আছে, কিন্তু করোনা টেস্ট করাব কোথায়? এখন না হলে পরে না হয় দেখা করব, রাষ্ট্রপতি সুস্থ থাকুন।’

মুখ্যমন্ত্রী আরও জানান পেগাসাস ইস্যুতে আগামীকাল অরবিন্দ কেজরিওয়ালের সাথে বৈঠক করবেন তিনি। এছাড়াও দেখা করবেন জাভেদ আখতার, শাবানা আজমীর সঙ্গে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Modi Government, #Vaccination

আরো দেখুন