মাউন্ট ইউনাম জয় করলেন মেমারির বাসিন্দা
এবার মাউন্ট ইউনাম (Mount Yunam) পর্বত অভিযানে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নজর কাড়লেন মেমারি (Memari) পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের আজাদনগর এলাকার বাসিন্দা মহম্মদ নুরসরিফ নওয়াজ (রাজা)। বছর ৩৭-এর ওই যুবক ছোটবেলা থেকেই ভ্রমণপিপাসু। পেশায় ইঞ্জিনিয়ার নুরসরিফ সাহেব একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বাবা শেখ নুরুল হুদা পেশায় একজন ব্যবসায়ী। চাকরিতে যোগদানের পরেও সাইকেল চালিয়ে অ্যাডভেঞ্চারের জন্য বেরতেন নুরসরিফ। এবার সেই উদ্দেশ্যে বেরিয়েই মাউন্ট ইউনাম জয় করেছেন তিনি।
১৬ জুলাই হাওড়ার এভারেস্ট জয়ী পর্বতারোহী মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে ২০জন মিলে হিমাচলপ্রদেশের মাউন্ট ইউনাম পর্বত অভিযানে বের হন মেমারির রাজা। ২১ জুলাই ভরতপুর-১ নম্বর বেস ক্যাম্পে পৌঁছয় ওই দল। ২২ জুলাই খারাপ আবহাওয়ার জন্য আর এগনো যায়নি। ২৩ জুলাই ফের অভিযান শুরু হয়। তাঁরা পৌঁছে যান ভরতপুর মুখ্য বেস ক্যাম্পে। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন ১০ জন। তাঁদের ওই বেস ক্যাম্পে রেখে বাকি দশ জন ২৪ জুলাই ভোর ৪টের সময় শুরু করেন মাউন্ট ইউনাম জয়ের অভিযান। সকাল সাড়ে ১০টা নাগাদ মাউন্ট ইউনাম পর্বতের শিখরে (৬,১১১মিটার) পৌঁছে যান তাঁরা। রাজার এই সাফল্যে খুশি পরিবার থেকে প্রতিবেশী সকলেই। বৃহস্পতিবার তিনি মেমারিতে নিজের বাড়িতে ফিরবেন বলে জানিয়েছেন।