দেশ বিভাগে ফিরে যান

আমি নেতা নই, আমি ক্যাডার: সোনিয়া সাক্ষাতের পর বিরোধী ঐক্যর পক্ষে সওয়াল মমতার

July 28, 2021 | < 1 min read

বিজেপিকে হারানোর জন্য বিরোধী ঐক্য যে অত্যন্ত প্রয়োজন, তা আবারও জোর দিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার কংগ্রেসের সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে বৈঠকের পর তিনি দাবি করলেন, ‘বিজেপিকে হারানোর জন্য সবাইকে এক হতে হবে। আমি একা কেউ নই।’

বুধবার ১০ জনপথে সোনিয়ার সঙ্গে দেখা করেন মমতা। সেখানে ছিলেন রাহুল গান্ধীও। তাঁদের মধ্যে প্রায় ৪০ মিনিটের বৈঠক হয়। বৈঠকের পর মমতা বলেন, ‘এক কাপ চায়ের জন্য সোনিয়াজি ঢেকেছিলেন। রাহুলজিও ছিলেন। সার্বিকভাবে আমরা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। পেগাসাস, করোনাভাইরাস, বিরোধী ঐক্য নিয়ে আলোচনা করেছি। ভালো বৈঠক হয়েছে। ইতিবাচক বৈঠক হয়েছে। আমার আশা যে ভবিষ্যতে ইতিবাচক ফলাফল মিলবে।’

সেইসঙ্গে সম্ভাব্য বিরোধী জোটের ‘মুখ’ নিয়ে মমতা বলেন, ‘একা আমি কিচ্ছু নই। বিজেপিকে হারানোর জন্য সবাই একসঙ্গে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি থোড়াই লিডার নাকি, আমি তো ক্যাডার, আমি স্ট্রিট ফাইটার।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #sonia gandhi

আরো দেখুন