১৩ ফুটের কাচ ভাস্কর্যে বিশ্বকবি
কাচের রবীন্দ্রনাথ! প্রতিমূর্তি নয়, বরং একে ভাবমূর্তি বলছেন শিল্পী।
কাচ ভাস্কর্যে রবীন্দ্রনাথকে গড়েছেন কলা ভবনের অধ্যাপক প্রখ্যাত শিল্পী শিশির সাহানা।
শিল্পীর কথায়, ‘এটা চরম চ্যালেঞ্জিং কাজ। সারা পৃথিবীতে কাচকে ভাস্কর্যের মাধ্যম হিসাবে ব্যবহার করে এত বড় সাড়ে ১৩ ফুটের রবীন্দ্রনাথের মূর্তি আর কোথাও নেই। যেটা এক মাত্র বোলপুরের গীতবিতান আবাসন প্রকল্পে তৈরি হল।’
বোলপুর লাগোয়া শিবপুরের গীতবিতান আবাসন প্রকল্পের মধ্যমণি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাচ ভাস্কর্য। সাড়ে ১৩ ফুট লম্বা সাড়ে ৬ ফুট ব্যাসার্ধের এই ভাস্কর্য নির্মাণ করতে সময় লেগেছে এক বছর। বিজ্ঞান, কারিগরি দক্ষতা ও সৃজনশীলতা — এই তিনের মিলনে সৃষ্ট কাচ ভাস্কর্যটি দর্শকদের অভিভূত করবে।
৫০টির বেশি কাচকে এক সঙ্গে জোড়া লাগিয়ে তাকে মোল্ড করে এই ভাস্কর্য নির্মিত হয়েছে। তাতে কলা ভবনের দু’জন ছাত্র সহায়তা করেছেন শিল্পীকে।