বাদ সলমন! বিগ বসের সঞ্চালনায় এলেন করন জোহর

আগামী বিগ বসে যে বড়সড় কিছু পরিবর্তন আসছে তা অনেক আগে থেকেই জানা গিয়েছিল

July 29, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

হিন্দি টেলিভিশনের সর্বাধিক বিতর্কিত শো ‘বিগ বস’ (bigg boss) পেল এক নতুন সঞ্চালককে। দীর্ঘদিন ধরে বিগ বসের সঞ্চালনা করে এসেছেন সলমন খান (salman khan)। শোয়ের জনপ্রিয়তা বাড়ার পেছনে তাঁর কৃতিত্বও অনস্বীকার্য। কিন্তু এবার বিগ বসে এসেছে কিছু বদল। সেই সঙ্গে বদলেছে সঞ্চালকও। বহু গুঞ্জনের পর শেষমেষ ঠিক হয়েছে সঞ্চালক হচ্ছেন করন জোহর (karan johar)।

আগামী বিগ বসে যে বড়সড় কিছু পরিবর্তন আসছে তা অনেক আগে থেকেই জানা গিয়েছিল। আগামী সিজনের শো টিভিতে সম্প্রচার হওয়ার অনেক আগেই সম্প্রচারিত হবে OTT প্ল‍্যাটফর্মে। শোয়ের এই ডিজিটাল ভার্সনেরই সঞ্চালনা করতে চলেছেন করন। আগামী ৮ অগাস্ট থেকে Voot এ সম্প্রচারিত হবে বিগ বসের আগামী সিজন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen