বিবিধ বিভাগে ফিরে যান

ব্যাঘ্র শুমারি – সুন্দরবনে ধরা পড়ল ৯৬টি বাঘের ছবি

July 29, 2021 | < 1 min read

বিশ্ব ব্যাঘ্র দিবসের (International Tiger Day) প্রাক্কালে প্রকাশিত হল ২০২০-’২১ সালের সুন্দরবনের (Sundarbans) বাঘ শুমারির রিপোর্ট। বাঘের সংখ্যা গতবারের থেকে বাড়েনি। এবারও ৯৬টি বাঘের হদিশ মিলেছে। ৭২৬টি জায়গায় সব মিলিয়ে ১৩০৭টি ক্যামেরা বসিয়ে ছবি সংগ্রহ করা হয়। তাতে দেখা যাচ্ছে, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এবং দক্ষিণ ২৪ পরগনা আঞ্চলিক বন বিভাগ এলাকায় যথাক্রমে ৭৪টি এবং ২২টি করে বাঘ পাওয়া গিয়েছে। তবে এবার সমগ্র সুন্দরবনে ক্যামেরা বসানো যায়নি। তাই এবার বাঘের সংখ্যায় কোনও হেরফের হয়নি। যদিও এবারে শুমারির সময় দু’টি বাঘের মৃত্যু হয় এবং একটি ধরা পড়ে। এবারের শুমারিতে চারটি ব্যাঘ্রশাবকের ছবি ধরা পড়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বর্তমানে সুন্দরবনে ৫২টি বাঘিনী আছে। সেই তুলনায় পুরুষ বাঘের সংখ্যা ৩৯। রাজ্যের মুখ্য বনপাল ভি কে যাদব বলেন, আগামী বছর আরও ৬০০ ক্যামেরা বসবে। এবার ৪৫০০ বর্গফুট এলাকায় ক্যামেরা বসানো যায়নি। তাই বাঘের সংখ্যা যে বাড়বে, সন্দেহ নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#sundarbans, #Tiger Census, #International Tiger Day

আরো দেখুন