আটকে পড়া শ্রমিক-পড়ুয়া-পর্যটকদের জন্য চলবে ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেন : কেন্দ্র
ক্রমশ চাপ বাড়ছিল কেন্দ্রের উপর। সেই চাপের মুখে লকডাউনের জেরে আটকে পড়া পরিযায়ী শ্রমিক, পড়ুয়াদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেন চালানোর অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
বৃহস্পতিবার রেল মন্ত্রকের বৈঠকে করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় ভাল্লা। তারপর শুক্রবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি শুক্রবার সকাল পাঁচটায় তেলাঙ্গানার লিঙ্গামপল্লী থেকে ঝাড়খণ্ডের হাতিয়াগামী একটি ট্রেন ছাড়ে। ২৪ টি কোচে প্রায় ১,২০০ শ্রমিক ছিলেন সেই ট্রেনে। তবে আরও বিশেষ ট্রেন চালানো হবে কিনা, সেই বিষয়ে কেন্দ্রের তরফে কিছু জানানো হয়নি।
পরে বিকেলে সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব পুণ্যসলিলা শ্রীবাস্তব জানান, আটকে পড়া পরিযায়ী শ্রমিক, পড়ুয়া, পর্যটক ও তীর্থযাত্রীদের জন্য ট্রেন চালানোয় অনুমতি দিয়েছে কেন্দ্র। কিছুক্ষণ পরই কেন্দ্রের অমিত শাহের মন্ত্রক থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়, পরিযায়ী শ্রমিক, পড়ুয়া, পর্যটক ও তীর্থযাত্রীদের জন্য বিশেষ ট্রেন চালাবে রেল।