৩১ জুলাই থেকে খুলছে রাজ্যের সিনেমা হল

বিশেষজ্ঞদের মতে সিনেমা হল দীর্ঘ দিন ধরে বন্ধ থাকার ফলে এই শিল্পের সঙ্গে যুক্ত বহু শিল্পী ও কলাকুশলীর রোজগার বন্ধ রয়েছে৷ ফলে খুবই দুর্দশার মধ্যে পড়েছেন তারা৷

July 29, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

এবার রাজ্যে সিনেমা হল খোলার অনুমতি মিলল (Cinema Hall to open in Bengal from 31 July)৷ ৩১ জুলাই থেকে খুলছে সিনেমা হল৷ তবে ৫০ শতাংশ (Cinema Hall to open in WB with 50 % occupancy)আসন থাকতে পারবে দর্শক৷ পুরো হলে এখনও ভর্তির অনুমতি মিলছে না৷ রাজ্যে করোনার কোপে বন্ধ ছিল সিনেমা হল৷ ধীরে ধীরে কোনও কোনও ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও, সিনেমা হল বন্ধ রাখার পক্ষেই ছিল সরকার৷ তবে ২৯ তারিখ নতুন করে যে নির্দেশিকা আসে, তাতে রাতের দিকে জানিয়ে দেওয়া হয় যে রাজ্যে সিনেমা হল খোলার অনুমতি মিলছে৷

বিশেষজ্ঞদের মতে সিনেমা হল দীর্ঘ দিন ধরে বন্ধ থাকার ফলে এই শিল্পের সঙ্গে যুক্ত বহু শিল্পী ও কলাকুশলীর রোজগার বন্ধ রয়েছে৷ ফলে খুবই দুর্দশার মধ্যে পড়েছেন তারা৷ সিনেমা হল বন্ধ থাকার ফলে ছবি মুক্তির পথে হাঁটছেন না প্রযোজকরাও৷ লাভের মুখ দেখা তো দূরের কথা, ফিল্ম ইন্ডাস্ট্রি অবস্থা শোচনয়ী হচ্ছে৷ তাই সিনেমা হল খোলার অনুমতি পেলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে মনে করছেন এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা৷

রাজ্যে করোনা রোধে বিধি নিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে ১৫ অগাস্ট পর্যন্ত৷ এখনও রাত ন’টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বহাল থাকছে নাইট কার্ফু৷ বিধি-নিষেধের এই নতুন পর্যায়ে তেমন কোনও পরিবর্তন হচ্ছে না নিয়মে। লোকাল ট্রেন চালু করার কথা এ বারও জানায়নি রাজ্য। শুধু সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে নতুন করে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী রুদ্ধদ্বার অনুষ্ঠানে পঞ্চাশ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen