খেলা বিভাগে ফিরে যান

‘সোনা চাই’ অলিম্পিকে পদক নিশ্চিত করে প্রত্যয়ী লাভলিনা

July 30, 2021 | < 1 min read

টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics) ব্রোঞ্জ নিশ্চিত লভলিনা বড়গোহাঁইয়ের। তবে তাতেই থামতে রাজি নন তিনি। ভারতীয় বক্সার (Boxing) চাইছেন সোনার পদক। সেমিফাইনালে উঠে সেই কথাই জানালেন তিনি।

শুক্রবার চাইনিজ তাইপেইয়ের চেন নিয়েন-চিনকে ৪-১ ব্যবধানে হারিয়ে দেন লভলিনা। কোয়ার্টার ফাইনালে জিতে পদক নিশ্চিত করলেন তিনি। সেমিফাইনালে উঠে লভলিনা (Lovlina Borgohain) বলেন, ‘‘কোয়ার্টার ফাইনালে জিতে দারুণ লাগছে। এ বার সেমিফাইনাল জেতাই লক্ষ্য। চেষ্টা করব আরও ভাল খেলতে। ভারতের জন্য সোনা জিততে চাই। সেটাই আমার আসল লক্ষ্য।’’

২০০৮ সালে বক্সিংয়ে ভারতে প্রথম পদকটি এসেছিল বিজেন্দ্র সিংহর হাত ধরে। ২০১২ সালে মেরি কম জেতেন দ্বিতীয় পদক। নয় বছর পরে ফের বক্সিংয়ে পদক আসছে দেশে। দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে ভারতকে পদক দিচ্ছেন লভলিনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Boxing, #Lovlina Borgohain, #Tokyo Olympics, #tokyo olympics 2020

আরো দেখুন