বড়পর্দায় ফিরছে কাজল-শাহরুখ জুটি, সৌজন্যে রাজকুমার হিরানি

সূত্র জানিয়েছেন, এখনও কোনও কিছু চূড়ান্ত পর্যায়ে যায়নি। তাই আপাতত এই ছবির সম্পর্কে কিছুই ঘোষণা করা হচ্ছে না। সব স্থির হয়ে গেলেই প্রকাশ করা হবে তথ্য।

July 30, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

গত সেপ্টেম্বর মাসে গুঞ্জন শোনা গিয়েছিল, পরিচালক রাজকুমার হিরানির ছবিতে অভিনয় করবেন শাহরুখ খান (Shah Rukh Khan) এবং তাপসী পান্নু (Tapsee Pannu)। ধারণা ছিল, তাপসী ও শাহরুখ জুটি বাঁধবেন। কিন্তু সম্প্রতি রাজকুমারের ঘনিষ্ঠ সূত্রের খবর, শাহরুখের বিপরীতে দেখা যাবে কাজলকে (Kajol)। বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ফের বড় পর্দায়। দম্পতির চরিত্রে অভিনয় করবেন তাঁরা।

অভিবাসনের প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি। তবে কৌতুকে মোড়া হবে ছবির বিষয়বস্তু। এক ব্যক্তি তাঁর পরিবারের সঙ্গে এক দেশ (ভারত) থেকে অন্য দেশে (কানাডা) পাড়ি দেবে। শাহরুখ ও কাজল সেই দম্পতির চরিত্রে অভিনয় করবেন। সেই যাত্রায় শাহরুখকে সাহায্য করবে বিদ্যা বালনের (Vidya Balan) চরিত্র। সাংবাদিক হিসেবে দেখা যাবে তাপসীকে। যদিও মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) এবং বোমান ইরানির চরিত্র সম্পর্কে এখনই কিছু জানা যায়নি।

সূত্র জানিয়েছেন, এখনও কোনও কিছু চূড়ান্ত পর্যায়ে যায়নি। তাই আপাতত এই ছবির সম্পর্কে কিছুই ঘোষণা করা হচ্ছে না। সব স্থির হয়ে গেলেই প্রকাশ করা হবে তথ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন