খেলা বিভাগে ফিরে যান

পদকের আশা দেখাচ্ছেন সিন্ধু, লাভলিনা, দেখে নিন কালকের প্রতিযোগী কে কে?

July 30, 2021 | < 1 min read

মীরাবাঈ চানুর পর এখনও পর্যন্ত কোনও ভারতীয় চলতি টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics 2021) থেকে পদক পাননি। ফলে ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত একটিই রুপো। কিন্তু আশা দেখাচ্ছেন বক্সার লাভলিনা বরগোঁহাই এবং ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু। ফুজোনেই আজ উঠেছেন সেমিফাইনালে।

অন্যদিকে প্রথম ম্যাচে শোচনীয় পরাজয়ের পর ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় হকি দল। জয়ের হ্যাটট্রিক করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তারা।

আগামীকাল কী একটাও পদক আসবে? দেখে নিন কারা ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামীকাল।

গল্ফ (পুরুষ)

  • ভোর ৪ টে- অর্ণব লাহিড়ী, উদয় মানে

ইকুয়েস্ট্রিয়ান

  • ভোর ৫ টা- ফৌয়াদ মির্জা

অ্যাথলেটিক্স (মহিলা ডিস্কাস থ্রো)

  • সকাল ৬ টা- কমলপ্রীত কৌর, সীমা পুনিয়া

তীরন্দাজি (পুরুষ)

  • সকাল ৭:১৮- অতনু দাস

বক্সিং (পুরুষ)

  • সকাল ৭:৩০- অমিত পাঙ্গাল

শুটিং (মহিলা)

  • সকাল ৮:৩০- অঞ্জুম মৌদগিল, তেজস্বিনী সাওয়ান্ত

সেলিং (পুরুষ)

  • সকাল ৮:৩৫- কে.সি. গণপতি, বরুণ ঠাক্কার

হকি (মহিলা)

  • সকাল ৮:৪৫- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

সেলিং (পুরুষ)

  • সকাল ৯:৩০- কে.সি. গণপতি, বরুণ ঠাক্কার

সেলিং (পুরুষ)

  • সকাল ১০:২৫- কে.সি. গণপতি, বরুণ ঠাক্কার

ব্যাডমিন্টন (মহিলা)

  • দুপুর ৩:২০- পি ভি সিন্ধু

বক্সিং (মহিলা)

  • দুপুর ৩:৩৬- পূজা রাণী

অ্যাথলেটিক্স (পুরুষ) (লং জাম্প কোয়ালিফিকেশন)

  • দুপুর ৩:৪০- মুরলী শ্রীশঙ্কর
TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Tokyo Olympics 2021

আরো দেখুন