বন্দনার হ্যাটট্রিক, হকির কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রাখলো ভারতীয় মেয়েরা

রুদ্ধশ্বাস এই ম্যাচ ৩ বার এগিয়ে যায় রানি রামপালরা। কিন্তু তিনবারই গোল শোধ করে দক্ষিণ আফ্রিকা।

July 31, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

টোকিয়ো অলিম্পিক্স হকিতে দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ গোলে হারিয়ে আশা জিইয়ে রাখল ভারতীয় মেয়েদের দল।

রুদ্ধশ্বাস এই ম্যাচ ৩ বার এগিয়ে যায় রানি রামপালরা। কিন্তু তিনবারই গোল শোধ করে দক্ষিণ আফ্রিকা।

শেষ পর্যন্ত বন্দনা কাতারিয়ার গোলে ৪-৩ এ জয়ী হয় ভারত।

আজ তিনটে গোল করেন বন্দনা। অলিম্পিক্সে ভারতের প্রথম মহিলা হিসেবে হ্যাটট্রিক করার অনন্য রেকর্ড এবার তাঁর পকেট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen