পারলেন না কমলপ্রীত, আগামীকাল হকিতেই ভরসা রাখবে ভারত

কাল আন্তর্জাতিক পর্যায়ের অন্যতম সেরা হকি দল বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনাল খেলে নামছে ভারতীয় পুরুষ দল।

August 2, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ ভারতীয় মেয়েরা যেখানে ইতিহাস সৃষ্টি করে অলিম্পিক্স হকির সেমিফাইনালে উঠলেন, সেদিনই ডিস্কাসে মেডেল পেতে ব্যর্থ হলেন কমলপ্রীত কৌর। অনেকটাই আশা জাগিয়ে ফাইনালে উঠেছিলেন তিনি কিন্তু শেষ অবধি ষষ্ঠ হয়ে প্রতিযোগিতা শেষ করতে হলো তাঁকে। কাল আন্তর্জাতিক পর্যায়ের অন্যতম সেরা হকি দল বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনাল খেলে নামছে ভারতীয় পুরুষ দল।

দেখে নিন কালকে ভারতের প্রতিনিধিত্ব করবেন কারা:

হকি

  • পুরুষদের সেমি ফাইনাল : ভারত বনাম বেলজিয়াম, সকাল ৭টা

অ্যাথলেটিক্স

  • মহিলাদের জ্যাভলিন থ্রো কোয়ালিফিকেশন গ্রুপ এ – অন্নু রাণী – সকাল ৫.৫০
  • পুরুষদের শট পুট কোয়ালিফিকেশন গ্রুপ এ – তেজিন্দর পাল সিং তুর – দুপুর ৩:৪৫

কুস্তি

  • মহিলাদের ফ্রি স্টাইল ৬২ কেজি ১/৮ ফাইনাল – সোনাম মালিক বনাম বলোর্তুও খুরেলখু – সকাল ৭:৩০টা থেকে।
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen