খেলা বিভাগে ফিরে যান

সেমি ফাইনালে পরাজয় ভারতীয় হকি দলের, দায়ী ‘অপয়া’ মোদী মন্তব্য নেট নাগরিকদের

August 3, 2021 | < 1 min read

ভারত বনাল বেলজিয়াম, অলিম্পিক্স হকি সেমিফাইনাল ম্যাচ দেখতে বসে হকি ফ্যানদের রোষের শিকার হলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ৭:৩৫ এ প্রধানমন্ত্রী ট্যুইট করেন, তিনি সেমি ফাইনাল খেলা দেখছেন।

শুরুর দিকে ২-০ গোলে এগিয়ে ছিল ভারত। তারপরই সমতা ফেরায় বেলজিয়াম। ম্যাচের শেষ কোয়ার্টারে আরো ৩ গোল দেয় বেলজিয়াম। শেষ ফলাফল হয় ৫-৩ ।

ভারত হারতে শুরু করতেই টুইটারে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করতে শুরু করেন ক্রীড়া প্রেমীরা। পনৌতি বা অপয়া বলে আক্রমণ করা শুরু হয় তাকে।

বস্তুত ক্রীড়া প্রেমীরা অনেকেই খেলা নিয়ে অল্পবিস্তর কুসস্কারাচ্ছন্ন। কেউ খেলা চলাকালীন নড়াচড়া করেন না, কেউ বাথরুমে জান না। সুতরাং হঠাৎ করে প্রধানমন্ত্রীর ঢাকঢোল বাজিয়ে খেলা দেখা এবং তারপর ভারতের হেরে যাওয়ায় রাগটা তার ওপরই দেখালেন অনেকেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tokyo Olympics, #tokyo olympics 2020, #Hockey

আরো দেখুন