দেশ বিভাগে ফিরে যান

তৃণমূলের দেখানো পথেই সাইকেল নিয়ে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ করবে বিরোধী জোট

August 3, 2021 | < 1 min read

পেট্রোল-ডিজেল সহ জ্বালানির মূল্যবৃদ্ধি (Fuel Price Hike) আকাশছোঁয়া। কোন কোন জায়গায় পেট্রোল ডিজেলের দাম ১০০ র ঘর পেরিয়ে গেছে। এই অবস্থায় বিরোধী যতগুলি প্রতিবাদের রাস্তা হিসাবে তৃণমূলের দেখানো পথই বেছে নিলেন। বিরোধী সাংসদরা এবার সাইকেল মিছিল করে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ করবেন।

প্রসঙ্গত, এই লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ৭ তারিখ সিঙ্গুরে রতনপুরের বাড়ির সামনে থেকে সাইকেলের প্যাডেলে পা দেন বিধায়ক তথা রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার। গন্তব্য ছিল বিধানসভা। সেদিন বেচারাম মান্নার সঙ্গে সাইকেল মিছিলে যোগ দেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। বেচারামের সাইকেল সাজানো ছিল পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্ল্যাকার্ড,ফেসটুনে। শুধু মন্ত্রী বেচারামই নন, বারাসাত চাঁপডালির মোড় হেকে প্রায় ৭০০ সাইকেল আরোহী দিনই জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ করেন।

১৯শে জুলাই দিল্লির সাউথ অ্যাভিনিউর দলীয় কার্যালয় থেকে তৃণমূলের সাংসদরা সাইকেল চালিয়ে সংসদে যান। অংশ নিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, নাদিমুল হক, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস, অসিত মাল এবং ডেরেক ও’ব্রায়েন।তাদের পরনে ছিল মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্লোগান লেখা সাদা জামা। সেখানে লেখা পেট্রোল ডিজেল, রান্নার গ্যাস লুঠ বন্ধ হোক। সংসদের সামনে গিয়ে তারা বেশ কিছুক্ষণ স্লোগান দেন এই বলে – পেট্রোল ডিজেলের দাম কেন বাড়ছে, নরেন্দ্র মোদী জবাব দাও জবাব তোমায় দিতেই হবে, নাহলে গদি ছাড়তে হবে

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #tmc, #fuel price hike

আরো দেখুন