রাজ্য বিভাগে ফিরে যান

অজন্তার পাশে ক্ষিতি-কন্যা! সিপিএমকে তুলোধোনা বসুন্ধরার

August 3, 2021 | < 1 min read

অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাস (ajanta biswas) তাঁর লেখায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢালাও প্রশংসা করলেও সিপিএমের নিন্দা করেননি। কিন্তু প্রয়াত মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী (basundhara goswami) অজন্তা-ইস্যুতে সিপিএমের তুলোধোনা করেছেন। তাঁর মতে, বামফ্রণ্টকে সব দিক থেকে শূন্যে নামিয়েছে সিপিএম। তাতেও শিক্ষা হয়নি।

আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা একজন মনোবিদ। মঙ্গলবার ‘জাগো বাংলা’ পত্রিকায় ‘অজন্তাকে শাস্তি? সিপিএম স্টালিনিস্ট আচরণ করছে’ শীর্ষক লেখায় বসুন্ধরা লিখেছেন, ‘বঙ্গ রাজনীতিতে নারীশক্তি নিয়ে লেখা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সম্পূর্ণ হতে পারে না। অজন্তা এটা লিখে কোনও ভুল করেননি।…অজন্তাকে সিপিএমের আক্রমণ দেখে আমি বলতে বাধ্য হচ্ছি ওরা স্ট্যালিনিস্ট দল। ব্যক্তিস্বাধীনতায় ওরা বিশ্বাস করে না। ওরা কন্ঠরোধ করে।’

বস্তুত সিপিএম তথা কমিউনিস্ট দলে সৃজনশীল মানুষ বেশিদিন টিকতে পারেননি। সুভাষ মুখোপাধ্যায় বা সমরেশ বসুর মতো লেখকদেরও একসময় মোহভঙ্গ হয়েছে। তৃণমূল-ঘনিষ্ঠ বসুন্ধরা সেই বহু পুরোনো প্রসঙ্গটি ফের খুঁচিয়ে দিয়েছেন। তাঁর কথায়, ‘সিপিএমের এই সব আচরণ বহু প্রতিভাকে বামফ্রন্টের স্রোত থেকে সরে যেতে বাধ্য করেছে। ওরা সবেতে চক্রান্তের গন্ধ দেখে। তারপর শাস্তির পথে যায়। এই খেলা মানুষ ধরে ফেলেছেন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Ajanta Biswas, #basundhara goswami

আরো দেখুন