নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে কী কী প্রকল্প রয়েছে, জানেই না কেন্দ্র

কলকাতা, জামশেদপুর, দিল্লি এবং পাতিয়ালার চারটি প্রতিষ্ঠান নেতাজির নামে নামাঙ্কিত।

August 3, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে কী কী প্রকল্প রয়েছে, জানেই না কেন্দ্র। সোমবার লোকসভায় এই সংক্রান্ত এক প্রশ্নের লিখিত জবাবে এ কথা জানিয়েছে সংস্কৃতিমন্ত্রক। এদিন লোকসভায় কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী জি কিষান রেড্ডি জানিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে কী কী প্রকল্প দেশে রয়েছে, তার কোনও তালিকা সংস্কৃতিমন্ত্রকের কাছে নেই।

তবে কলকাতা, জামশেদপুর, দিল্লি এবং পাতিয়ালার চারটি প্রতিষ্ঠান নেতাজির নামে নামাঙ্কিত। লোকসভায় লিখিতভাবে জানিয়েছে কেন্দ্র। সেগুলি হল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অব স্পোর্টস। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, রেড ফোর্টে ইতিমধ্যেই নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়াম তৈরি করা হয়েছে। পাশাপাশি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে নেতাজির উপর একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম বার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে সারা দেশজুড়েই একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, প্রতি বছর ২৩ জানুয়ারিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্তও ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen