ধুতি-পাঞ্জাবি পরে বাংলায় শপথ নিলেন জহর সরকার
আজ রাজ্যসভায় শপথ নিলেন জহর সরকার (jawhar sircar)। সূত্রের খবর, ধুতি-পাঞ্জাবি পরে একেবারে খাঁটি বাঙালি বেশেই সংসদে পা রেখে চোস্ত বাংলায় শপথ নিলেন প্রাক্তন এই দুঁদে আমলা।
মমতা বন্দ্যোপাধ্যায়েরসঙ্গে জহর সরকারের ভাল সম্পর্ক দীর্ঘদিনের। আদ্যন্ত বাঙালি প্রাক্তন এই আমলার স্কুল জীবন কেটেছে সেন্ট জেভিয়ার্সে। প্রেসিডেন্সি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর। মাস্টার্স করেন সমাজবিদ্যাতেও। বিভিন্ন বিষয়ে ডিগ্রিও পান সাসেক্স ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে।
বিভিন্ন ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মতানৈক্যের মধ্যেই মেয়াদ শেষের চার মাস আগে প্রসারভারতীর সিইওর পদে ইস্তফা দেন। আলাপন বন্দ্যোপাধ্যায়ের ইস্যুতে রাজ্যের পাশে দাঁড়িয়ে মোদি সরকারকে তুলোধনা করেন জহর।
প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বর্তমান বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে তাঁকেই প্রার্থী করে তৃণমূল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় চলে গেলেন তিনি। সোমবার বিধানসভায় আনুষ্ঠানিক সাংসদ হিসেবে জহর সরকারের নাম ঘোষণা হয়। নবনির্বাচিত সাংসদের হাতে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয়। জহর সরকার জানান, “কেন্দ্রীয় সরকারের দোষ ত্রুটি এবার তাদের সামনে দাঁড়িয়ে তুলে ধরার সুযোগ পেলাম”।