বাধা বৃষ্টি, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় দিনের খেলা
ভারত (India)-ইংল্যান্ডের (England) প্রথম টেস্টের দ্বিতীয় দিন খলনায়ক হয়ে দেখা দিল বৃষ্টি। যার জেরে দিনের পুরো ৯০ ওভারও খেলা হল না। নির্দিষ্ট সময়ের আগেই খেলা বন্ধ করে দিতে বাধ্য হলেন আম্পায়াররা।
তবে বৃষ্টিতে খেলার অধিকাংশ সময় ভেস্তে গেলেও যেটুকু সময় বৃহস্পতিবার খেলা হল, তাতে সমানে-সমানেই লড়াই করল দুই দল। প্রথম দিনের বিনা উইকেটে ২১ রান থেকে খেলা শুরু করেছিল টিম ইন্ডিয়া। দুই ওপেনার প্রথমদিকে ঘণ্টাখানেকের সুইং সামলে শুরুটাও দুর্দান্ত করেছিলেন। বলতে গেলে প্রথম সেশনে রোহিত বা রাহুল কাউকেই বেশি বিব্রত করতে পারেননি ইংরেজ বোলাররা। ফলে প্রথমদিকে রান তোলার গতি কম থাকলেও পরে দ্রুত রান তুলতেও শুরু করেন দুই ভারতীয় ওপেনার। তবে মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগেই রোহিত শর্মার (৩৬) উইকেট হারায় ভারত। তবে রোহিত আউট হওয়ার আগে দুই ওপেনার মিলে ৯৭ রান যোগ করে ভারতকে বেশ ভাল জায়গায় পৌঁছেও দেন।
যদিও রোহিত আউট হতেই দ্রুত বেশ কয়েকটি উইকেট হারায় ভারতীয় দল। সৌজন্য জেমস অ্যান্ডারসন। পরপর দু’বলে ফেরান চেতেশ্বর পূজারা (৪) এবং বিরাট কোহলিকে (০)। এদিন ভারত অধিনায়ককে আউট করে টেস্টে উইকেটশিকারের দিক থেকে কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলকেও (৬১৯টি উইকেট) ছুঁলেন ইংরেজ পেসার। এর আগে গত ইংল্যান্ড সিরিজে রানের মধ্যেই ছিলেন ভারত অধিনায়ক। কিন্তু এদিনের ব্যর্থতা মনে করিয়ে দিল ২০১৪ সালের ইংল্যান্ডে অনুষ্ঠিত সিরিজের কথাই। কারণ ওই সিরিজেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন বিরাট। এদিকে, এরপর রাহানেও ৫ রান করে রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। যদিও উলটোদিকে লড়াই জারি রেখেছিলেন কেএল রাহুল। সঙ্গে ক্রিজে ছিলেন ঋষভ পন্থ (৭*)। যদিও এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। মাঝে একবার খেলা শুরু হলেও ফের খলনায়ক হয়ে দেখা দেন ‘বরুণ দেবতা’। শেষপর্যন্ত পর্যবেক্ষণের পর এদিনের মতো খেলা শেষের কথা ঘোষণা করে দেন আম্পায়াররা।
এর আগে টেস্টের প্রথম দিন ভারতীয় বোলারদের দাপটে ১৮৩ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ রান করেন জো রুট (৬৪)। ভারতীয় বোলারদের মধ্যে বুমরাহ ৪টি এবং শামি ৩টি উইকেট নেন। এদিকে, এর মধ্যেই অবশ্য ইংল্যান্ড শিবিরের জন্য দুঃসংবাদও আসে। চোটের কারণে চলতি টেস্ট সিরিজ, আসন্ন টি-২০ বিশ্বকাপ এবং অ্যাসেজ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জোফ্রা আর্চার।