কোভিশিল্ডের ২টি ডোজের ব্যবধান কমাতে পারে সরকার? জল্পনা
সমালোচনার মুখে কোভিশিল্ডের(Covishield) দু’টি ডোজের মধ্যেকার সময়সীমা কি এবার কমাবে সরকার?কোভিড-১৯ ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ডাঃ এন কে অরোরার ইঙ্গিত তেমনই। তিনি জানিয়েছেন, এবার দুই থেকে চার সপ্তাহের অন্তরেই ওই টিকার দু’টি ডোজ নেওয়া যেতে পারে। তবে এই বিষয়টি শুধুমাত্র ৪৫ ঊর্ধ্বদের ক্ষেত্রে কার্যকর করার কথা ভাবছে সরকার।
কোভিশিল্ডের দু’টি ডোজের মধ্যবর্তী সময় নিয়ে বিতর্ক চলছেই। গত মে মাসে এই টিকার দু’টি ডোজের সময়সীমা বাড়িয়ে ১২-১৬ সপ্তাহ করে কেন্দ্র। তারপরেই শুরু হয় বিতর্ক। বলা হয়, যেহেতু ভ্যাকসিনের আকাল চলছে, তাই ডোজের অন্তর বাড়িয়ে ঘাটতি মেটানোর চেষ্টা করছে সরকার। যদিও কেন্দ্রের যুক্তি ছিল, বিভিন্ন আন্তর্জাতিক তথ্যের ভিত্তিতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এবার সেই ১২-১৬ সপ্তাহের অন্তর ১৪-২৮ দিনে নামিয়ে আনার ক্ষেত্রেও সেই একই যুক্তির অবতারণা করা হয়েছে। বলা হচ্ছে, আন্তর্জাতিক গবেষণার তথ্য বিশ্লেষণ করেই এমন ভাবনা করেছে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমুনাইজেশন ইন ইন্ডিয়া। আগামী সপ্তাহেই এই কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানেই এ সংক্রান্ত সুপারিশ করতে পারে কমিটি। এদিন ডাঃ অরোরা জানিয়েছেন, আমরা কোভিশিল্ডের অন্তর দুই থেকে চার সপ্তাহে নামিয়ে আনতে চাই। বিশেষ করে ৪৫ বছর বা তার বেশি বয়সিদের ক্ষেত্রে এই প্রক্রিয়া চালু করতে চাই।