← আন্তর্জাতিক বিভাগে ফিরে যান
পেগাসাস ইস্যুতে প্যারিসে অভিযোগ ভারতীয় সাংবাদিকদের
পেগাসাস (Pegasus) ইস্যুতে প্যারিসের আদালতে অভিযোগ দায়ের করলেন সাত দেশের ১৯ জন সাংবাদিক। এদের মধ্যে পাঁচজন ভারতীয়। তাঁরা ইতিমধ্যেই নিরপেক্ষ তদন্ত চেয়ে ভারতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আড়ি পাতার শিকার ১৭ জন সাংবাদিক মিলে গঠন করেছেন আরএসএফ বা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। তাঁরা ও মরক্কোর আরও দুই সাংবাদিক একযোগে ইজরায়েলের এনএসও গ্রুপের বিরুদ্ধে প্যারিসের আদালতে অভিযোগ দায়ের করেছেন।
আবেদনে তাঁরা বলেছেন, এই ঘটনায় কোনও কোম্পানির এগজিকিউটিভ বা সরকারের আধিকারিক যুক্ত রয়েছেন কি না, তা তদন্ত করে দেখা দরকার। প্রকৃত সত্য উন্মোচিত হোক। রাষ্ট্রসঙ্ঘের চার বিশেষ প্রতিনিধির কাছেও আবেদন করেছে আরএসএফ। যেসব দেশ পেগাসাস ব্যবহার করে সাংবাদিকদের উপর নজরদারি চালাচ্ছে, তাদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়ার আর্জি জানিয়েছেন সাংবাদিকরা।