টুইট মুছে নেটমাধ্যমে কটাক্ষের শিকার পাকিস্তানি প্রতিযোগী
পাকিস্তানের আর্শাদ জ্যাভলিনের ফাইনালে নীরজের প্রতিপক্ষ হিসেবে ছিলেন।

নীরজ চোপড়া অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জেতায় তাঁকে টুইট করে অভিনন্দন জানিয়েছিলেন আর্শাদ নাদিম। কিন্তু পরে সেই টুইট মুছে দেন। আর এই নিয়েই তোলপাড় নেট মাধ্যম।
পাকিস্তানের আর্শাদ জ্যাভলিনের ফাইনালে নীরজের প্রতিপক্ষ হিসেবে ছিলেন। পঞ্চম স্থানে শেষ করেন। নীরজকে আদর্শ হিসেবে মেনেছেন আর্শাদ। নীরজ সোনা জেতায় উচ্ছ্বসিত আর্শাদ টুইট করেন, ‘সোনা জেতার জন্য আমার আদর্শ নীরজ চোপড়াকে অনেক অভিনন্দন। দুঃখিত পাকিস্তান, আমি তোমাদের জন্য পদক জিততে পারলাম না।’
কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট মুছে দেন আর্শাদ। শুধু আগের টুইটের প্রথম অংশটি পোস্ট করেন। নতুন টুইটে নিজের দেশের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি ছিল না।

বিষয়টি নজর এড়ায়নি নেটাগরিকদের। এই নিয়ে মন্তব্য শুরু হয়ে যায়। সবাই অবশ্য আর্শাদের পাশেই দাঁড়ান। সমালোচনা করেন তাঁর দেশ পাকিস্তানের। কেউ কেউ বলেন, পাকিস্তানের রাজনৈতিক চাপের জন্যই এরকম করতে বাধ্য হয়েছেন নীরজ। কেউ বলেন, ভারতের মানসিকতা পাকিস্তানের মতো নয়। দুই ভাইকে একসঙ্গে পদকের মঞ্চে দেখতে পেলে আরও ভাল লাগত। কেউ আবার এর জন্য দায়ি করেন পাকিস্তানের সংবাদমাধ্যমকে। বলা হয়, পাক সংবাদমাধ্যম ভারতের সাফল্য দেখতে পাচ্ছে না। তার ওপর আর্শাদ যে ভাবে নীরজের প্রশংসা করেছেন এবং নিজের দেশের কাছে ক্ষমা চেয়েছেন, সেটা মোটেই ভাল ভাবে নেয়নি পাক সংবাদমাধ্যম।