উত্তরবঙ্গে ফের ভাঙ্গন বিজেপিতে, অন্দরানফুলবারি পঞ্চায়েত হাতছাড়া
উত্তরবঙ্গে ফের বড় ভাঙ্গন বিজেপিতে।অন্দরানফুলবারি ১ নং গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির। গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ প্রায় বহু বিজেপি কর্মী সমর্থক ও বিভিন্ন বুথের সভাপতি ও সদস্যরা দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
রবিবার তুফানগঞ্জে তৃণমূল কংগ্রেসের বিশেষ কর্মী সভা আয়োজিত হয়। মূলত তুফানগঞ্জ ১, ১বি , তুফানগঞ্জ শহর ও তুফানগঞ্জ 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয় তুফানগঞ্জ কমিউনিটি হল ঘরে। সেখানে দলবদলে হিড়িক লক্ষ্য করা যায়। আর এর ফলে অন্দরানফুলবারি এক নং গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির।
তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, রাজ্যের মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী ও তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কো-অর্ডিনেটর উদয়ন গুহর উপস্থিতিতে দলবদল কর্মসূচি হয়। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার পর সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ অন্যান্যরা জানিয়েছেন, বিজেপি সাম্প্রদায়িক দল। বিভিন্ন জায়গায় দাঙ্গা সৃষ্টি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের পাশে রয়েছে সেই কর্মযজ্ঞে শামিল হতে এবং এলাকায় উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে দলবদল করলেন তারা বলে জানিয়েছেন।
এদিকে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের জানিয়েছেন আগামী দিনে বহু বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা দলবদল করে তৃণমূল কংগ্রেসের নাম লেখাবেন। তৃণমূল কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় জানিয়েছেন, “বিজেপি কিছুদিনের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে যাবে তুফানগঞ্জে সেটা শুধু সময়ের অপেক্ষা।” প্রসঙ্গত তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি তার পরেও দলবদল অব্যাহত রয়েছে এই বিধানসভা কেন্দ্রে বলে জানা গেছে।