দেশ বিভাগে ফিরে যান

অলিম্পিয়ানদের সংবর্ধনা না মোদীর প্রচার, ধন্ধে নেটনাগরিকরা

August 9, 2021 | < 1 min read

কখন দেশে ফিরবেন সোনার ছেলে মেয়েরা, সেই অপেক্ষাতেই ছিলেন ভারতীয়রা। প্রতীক্ষার অবসান ঘটিয়ে দিল্লি বিমানবন্দরে পা রাখতেই উৎসবের মেজাজ। নীরজ চোপড়া, বজরং পুনিয়া, লভলিনাদের জমকালো স্বাগত জানান অনুরাগীরা। বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরাও। তারপর ছিল সরকারী অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া। দুধে এক ফোঁটা চোনা পড়ল সেখানেই।

অনুষ্ঠান মঞ্চের ব্যাকড্রপে বিশালাকার ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আর ভারতের মুখ উজ্জ্বল করেছেন যাঁরা, সেই ক্রীড়াবিদদের ছবি প্রায় দেখাই যাচ্ছেনা। আর এই দেখেই নেটদুনিয়ায় ছি ছি কার!

আজই জানা গেছে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে টিকাকরণের সরকারি বিজ্ঞাপনী প্রচারে খরচ হয়েছে ২০৯ কোটি ৩ লক্ষ টাকা। সেই নিয়ে কটাক্ষ শুরু করেছেন বিরোধী দলের নেতারা। তারপরেই, সোনা, রূপো জেতা অলিম্পিয়ানদের সংবর্ধনায় এরকম ছবি দেখে মোদী বন্দনার কথাই উঠে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় অনেকে ছবি দিয়ে বলেছেন, যাদের জন্য সংবর্ধনা সভা, তাদের ছবি খুঁজে বার করতে। মোট কথা, অলিপিয়ানদের জন্য এই সভাও নরেন্দ্র মোদীর প্রচারের জন্য, এই মত অনেকেরই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi, #Tokyo Olympics, #felicitated ceremony

আরো দেখুন