দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

দিলীপ ঘোষকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে, দাবি বিজেপি নেতার

August 10, 2021 | < 1 min read

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। এমনটাই দাবি করলেন, বিজেপির-ই পশ্চিম মেদিনীপুরের জেলা সহ-সভাপতি সুখবীর সিং অটওয়াল। তাঁর স্পষ্ট বক্তব্য, ”আমরা বিজেপি। আমরা মহিলাদের সম্মান দিই। রাজ্য সভাপতি তথা সাংসদ হয়ে একজন মহিলার বিরুদ্ধে এত নোংরা কথা ওঁর মুখে শোভা পায় না। আমি চাই, আমার স্ত্রীর কাছে অবিলম্বে দিলীপবাবু ক্ষমা চান। আর যদি ক্ষমা না চান, তাহলে আমরা চিন্তাভাবনা করব।”

সুখবীর সিং অটওয়ালের এমন মন্তব্যের পরই জেলা বিজেপিতে জোর গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কি বিজেপি ছাড়ছেন পশ্চিম মেদিনীপুরের জেলা সহ-সভাপতি সুখবীর সিং অটওয়াল ও তাঁর কাউন্সিলর স্ত্রী?

ঘটনার সূত্রপাত রবিবার। সেদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে খড়গপুরের ২ নম্বর ওয়ার্ডে অসুস্থ কর্মীকে দেখতে যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৃষ্টির থেমে যাওয়ার পর ওই এলাকায় জল জমে রয়েছে এখনও।

মেদিনীপুরের সাংসদকে সমস্যা কথা জানান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ করেন,  ভোটে জেতার পর থেকে বিজেপির (BJP) কাউন্সিলর শুকরাজ কৌরকে আর এলাকায় দেখা যায়নি।

দিলীপ ঘোষ বলেন, ‘দরকার পড়লে  ওঁকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন। বাড়ির সামনে নোংরা ফেলে আসুন। সবকিছু কি দিলীপ ঘোষ করে দেবে! টাকাও দেব, আবার অভিযোগও শুনতে হবে’!

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #dilip ghosh

আরো দেখুন