রাজ্য বিভাগে ফিরে যান

প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে নয়া আঙ্গিকে সাজছে তৃণমূল ছাত্র পরিষদ

August 13, 2021 | 2 min read

প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে নয়া আঙ্গিকে সাজছে তৃণমূল ছাত্র পরিষদ। ছাত্ররাজনীতির প্রবীণ নেতাদের বক্তব্যে উঠে আসবে রাজনীতির একাল-সেকাল। প্রতিটি জেলা বাঁধছে গান। কবিতা, ভ্রমণ, বাংলার এগিয়ে যাওয়া—সব নিয়ে তৈরি হচ্ছে ব্লগ।
২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতিবছর এইদিনে ধর্মতলার মেয়ো রোডে সমাবেশ হয়। ওই সমাবেশ থেকে ছাত্রসমাজকে আগামীর দিশা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লক্ষাধিক ছাত্র সমাবেশে ২৮ আগস্ট উদ্বেলিত হয়ে ওঠে।

শহর কলকাতা যেন ছাত্রদের হাতে চলে যায় ওই দিন। কিন্তু করোনা পরিস্থিতির জেরে কর্মসূচিতে পরিবর্তন আনতে হয়েছে। গতবছর মেয়ো রোডে সমাবেশ করা যায়নি। হয়েছিল ভার্চুয়াল সভা। ফেসবুক, ট্যুইটার, ইউটিউবের মাধ্যমে দলনেত্রীর বক্তব্য পৌঁছে যায় ছাত্র-ছাত্রীদের কাছে। এবছর এখনও করোনা মুক্তি হয়নি। করোনা মোকাবিলায় লড়াই চলছে। আর সেই প্রেক্ষাপটেই দেখা গিয়েছে, ২১ জুলাই শহিদ দিবসের সভা এবছর হয়েছে ভার্চুয়াল প্লাটফর্মে। ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ভার্চুয়াল মাধ্যমে এবারও হবে। খবর দলীয় সূত্রের। ইতিমধ্যেই এই সভা ভার্চুয়াল করা যায় কি না তা নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়েছে। 

তবে ২৮ আগস্টকে সামনে রেখে ছাত্ররাজনীতিতে নতুন জোয়ার আনতে চলেছে তৃণমূলের শাখা সংগঠন। ইতিমধ্যে ছাত্র দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে দেয়াল লিখন চলছে। সোশ্যাল মিডিয়াতে প্রচার চালানো হচ্ছে। তবে ২৮ আগস্টকে সামনে রেখে একাধিক পরিকল্পনা নিয়েছে টিএমসিপি (TMCP)। 

দলীয় সূত্রের খবর, টিএমসিপি সোশ্যাল মিডিয়ায় প্রবীণ ছাত্র নেতাদের বক্তব্য তুলে ধরার প্রয়াস নিয়েছে। অশোক দেব, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, তাপস রায় সহ প্রবীণ রাজনৈতিক নেতারা ছাত্ররাজনীতি নিয়ে তাঁদের মতামত তুলে ধরবেন। প্রশ্ন-উত্তর পর্বের মাধ্যমে উঠে আসবে তাঁদের আমলের আন্দোলনের কথা। পরবর্তীতে বৈশ্বানর চট্টোপাধ্যায় থেকে এ-প্রজন্মের ছাত্র নেতারা তাঁদের চোখে বাংলার পরিস্থিতি ব্যাখ্যা করবেন। কলকাতা ছাড়াও প্রতিটি জেলায় একাধিক নেতা আজ ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শীর্ষস্তরের পৌঁছেছেন। তাঁদের বক্তব্য ইউটিউব, ফেসবুকে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, প্রবীণ ছাত্র নেতাদের বক্তব্য আমাদের কাছে পথচলার সঙ্গী। তাই তাঁদের আন্দোলনের ইতিহাস আমরা মনে করতে চাই। আর চাই আগামী প্রজন্মের জন্য তাঁদের বার্তা।

এছাড়াও একটি ব্লগ তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। টিএমসিপি জানিয়েছে, সেখানে লিখবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওই ব্লগে ছাত্র-ছাত্রীদের কবিতা, গল্প, ভ্রমণকাহিনি উঠে আসবে। রাজ্যের সব জায়গা থেকে ছাত্রছাত্রীরা যাতে সেখানে নিজের মতামত তুলে ধরতে পারেন তারও ব্যবস্থা থাকবে। আর ২৮ আগস্টকে সামনে রেখে প্রতিটি জেলার ছাত্র নেতারা গান বাঁধছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#TMCP, #TMCP Foundation Day

আরো দেখুন