এসএসকেএমে পা স্ক্যান করালেন মমতা
গত ১০ই মার্চ। নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে নন্দীগ্রামের বিরুলিয়া বাজার এলাকায় পায়ে চোট পেয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর গোটা ভোটবাজারে হুইল চেয়ারে চেপে পায়ে ব্যান্ডেজ বেঁধে প্রচার করেন নেত্রী। স্লোগান ওঠে গ্রাম থেকে শহরে, ভাঙা পায়ে খেলা হবে। বিরোধীরা বার বার কটাক্ষ করেছেন এনিয়ে। কিন্তু বিরোধীদের সেই কটাক্ষের জবাব কার্যত ভোট ময়দানে দিয়েছেন মমতা। ভোট পর্বের শেষের দিকে মমতা জানিয়েছিলেন, ‘পায়ে চোট থাকা সত্ত্বেও এক মাস ২০-২২দিন আমি কিন্তু রাস্তায় ঘুরে ঘুরে বেরিয়েছি। প্রচারে বেরিয়ে মমতা জানিয়েছিলেন আমার একটা পা তো কী হয়েছে। আমার মা বোনেদের দুটো করে পা, আমি তো মা বোনেদের পা দিয়ে হাঁটি।’
তবে ২১শের মহারণে সেই ভাঙা পা নিয়েই কার্যত বিজেপিকে একের পর এক গোল খাইয়েছিলেন তৃণমূল নেত্রী। তবে বৃহস্পতিবার সেই পা স্ক্যান করালেন মমতা। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মমতা। ত্রিপুরায় আক্রান্ত যুব নেতা কর্মীদের দেখে আসেন তিনি। এর মাঝেই নিজের পা একবার চিকিৎসকদের দেখিয়ে নেন তিনি। তৃণমূল নেত্রী বলেন, ‘সুদীপকে দেখতে এসেছিলাম। ওর শরীরটা একটু খারাপ হয়েছে। আমার বোনও ভর্তি রয়েছে। ওকেও দেখে গেলাম। আমার পা টাও একবার দেখানোর ছিল। স্ক্য়ান করালাম।’ তবে পায়ের অবস্থা বা চিকিৎসকরা কী পরামর্শ দিয়েছেন সে সম্পর্কে তিনি কিছুই জানাননি।