কলকাতায় মার্কিন দূতাবাসের নতুন কনসাল জেনারেল

এর আগে এই পদের দায়িত্বভার সামলেছিলেন প্যাটি হফম্যান

August 14, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কলকাতায় মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া কনসাল জেনারেল হলেন মেলিন্ডা পাভেক(Melinda Pavek)। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, সিকিম সহ উত্তর-পূর্বের ৭টি রাজ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস সংক্রাম্ত দায়িত্ব সামলাবেন মেলিন্ডা। এর আগে এই পদের দায়িত্বভার সামলেছিলেন প্যাটি হফম্যান।

আদতে মিনেসোটার বাসিন্দা মেলিন্ডা বর্তমানে উওমিংয়ে পাকাপাকিভাবে বসবাস করেন। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের কার্লসন স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন তিনি। এছাড়া ইলিনয়ের অগাস্টানা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং এশিয়ান স্টাডিজে বিএ ডিগ্রিও রয়েছে তাঁর ঝুলিতে। ২০০৪ সালে মার্কিন প্রশাসনে যোগ দেওয়ার পর থেকেই দেশে-বিদেশে একের পর এক গুরুদায়িত্ব সামলেছেন মেলিন্ডা পাভেক।

কলকাতায় আসার আগে তিনি নেপাল, পাকিস্তান, জামাইকা, ইরাক এবং ব্রুনেইয়ের মার্কিন দূতাবাসে বিভিন্ন দায়িত্ব সামলেছেন। সর্বশেষ তিনি টোকিওতে অবস্থিত মার্কিন দূতাবাসে কাউন্সেলর হিসেবে কাজ করেছেন। এবার কলকাতায় মার্কিন দূতাবাসের কনসাল জেনারেলের দায়িত্ব পেয়ে মেলিন্ডা বলেছেন, ‘পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে আমেরিকার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। এই অঞ্চলে ভারত-মার্কিন অংশীদারিত্বকে আরও মজবুত করার লক্ষ্যে আমার দূতাবাসের এক্তিয়ারের মধ্যে থাকা অঞ্চলের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলার চেষ্টা করব।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen