শীঘ্রই ১৬৫ হস্টেল ওয়ার্ডেন নিয়োগ করবে রাজ্য
রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রীদের হস্টেলের জন্য ওয়ার্ডেন নিয়োগ করবে স্বাস্থ্যদপ্তরের কর্মী নিয়োগকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (ডব্লু বি এইচ আর বি)। মোট ১৬৫ জন ওয়ার্ডেন নিয়োগ করা হবে। বোর্ডকর্তারা জানিয়েছেন, এই পদে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ।
সূত্রের খবর, পুজোর আগেই ওয়ার্ডেন (hostel wardens ) নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশিকা বের হবে। কয়েক মাস সেক্রেটারি না থাকায়, প্রচুর নিয়োগের পরিকল্পনা থাকা সত্ত্বেও তা বাস্তবায়িত করতে পারছিল না বোর্ড। কোভিড সংক্রমণ এবং তা ঠেকাতে জারি হওয়া নানা বিধিনিষেধও ছিল আরেকটি কারণ। তাহলে কীভাবে কোভিডবিধি থাকা অবস্থাতেই নিয়োগ হবে? শনিবার বোর্ডের চেয়ারম্যান ডঃ পি কে সুর বলেন, ন্যূনতম সংখ্যক চাকরিপ্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে। র্যাপিড পরীক্ষার ব্যবস্থাও থাকবে। করোনাবিধির সঙ্গে আপোস করা হবে না, এটা ঠিক। পাশাপাশি নিয়োগের প্রতিশ্রুতিগুলি পূরণ করাও জরুরি।
এদিকে, ২৪ আগস্ট বোর্ডে বিশেষজ্ঞ চিকিৎসক বা স্পেশালিস্ট এমও নিয়োগের বহু প্রতীক্ষিত ইন্টারভিউ শুরু হতে চলেছে। ১৩১৩টি পদের জন্য ইন্টারভিউ হবে। আবেদন করেছেন আটশোর কিছু বেশি চাকুরিপ্রার্থী। ৫০ জন করে দু’টি শিফটে ইন্টারভিউ হবে। চলবে ন’দিন ধরে। বোর্ড সূত্রের খবর, এই ইন্টারভিউতে অংশ নিতে ৭২ ঘণ্টার মধ্যের আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট সঙ্গে থাকা আবশ্যক। পাশাপাশি বোর্ডের তরফ থেকে ইন্টারভিউয়ের জায়গায় র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থাও থাকছে।
এইচ আর বি সূত্রের খবর, বোর্ডের কাজকর্মের ক্ষেত্রে সফটওয়্যার এবং প্রযুক্তিগত নানা পরিবর্তন হচ্ছে। সেগুলি শেষ করার দিন ধরা হয়েছে ১৫ সেপ্টেম্বর। ৬১১৪ জন নার্স নিয়োগের পরিকল্পনা ইতিমধ্যেই ঘোষিত। পুজোর আগে আবেদন নেওয়ার কাজ শুরু হবে, আর পুজোর পরে হবে ইন্টারভিউ। ডিরেক্টর আয়ুর্বেদ ও আয়ুর্বেদিক সায়েন্টিফিক অফিসার পদেও লোক নিয়োগ হবে। এছাড়া ১৯ জন ডেন্টাল টেকনিশয়ান, ৪৪ জন ফুড সেফটি অফিসার, পাঁচজন সায়েন্টিফিক অফিসার পদেও পুজোর আগেই নিয়োগের কাজ শুরু হবে।