প্রয়াত বিখ্যাত ফুটবলার চিন্ময় চট্টোপাধ্যায়, শোকপ্রকাশ মমতার
দেশের ৭৫তম স্বাধীনতা দিবসেই শোকের ছায়া নেমে এল ভারতীয় ফুটবলে। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার (Footballer) চিন্ময় চট্টোপাধ্যায় (Chinmoy Chatterjee)। খড়দহে নিজের বাসভবনে ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিন প্রধানে দাপিয়ে ফুটবল খেলা ভারতীয় ফুটবল দলের ডিফেন্ডার। বেশ কিছুদিন ধরে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন চিন্ময়। তাঁর মৃত্যুতে খড়দহের মন্দির পাড়া এলাকার বাড়িতে তাঁর অনুরাগীরা ভিড় জমিয়েছেন। তাঁরা মেনে নিতে পারছেন না এই আঘাত!
সাত-আটের দশকে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানে চুটিয়ে ফুটবল খেলেন চিন্ময়। ১৯৮১ সালে সাদা-কালো জার্সিতে মহমেডানকে কলকাতা লিগ চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকাও নিয়েছিলেন তিনি। বাংলাকে সন্তোষ চ্যাম্পিয়ন করানো চিন্ময় ৭৮ সালে ব্য়াঙ্ককে এশিয়াডও খেলেন। লাল-হলুদে টানা চার বছর ফুটবল খেলার পর, সহকারি কোচ হিসেবেও এক সময় ইস্টবেঙ্গলের দায়িত্ব সামলেছেন চিন্ময়। বাংলাকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকাও নিয়েছিলেন চিন্ময়। ৭৮-এ ব্যাঙ্কক এশিয়ান গেমসে ভারতীয় দলের নির্ভরযোগ্য সদস্য ছিলেন চিন্ময় চট্টোপাধ্যায়। আজ তাঁর মৃত্যুতে এক অধ্যায়ের সমাপ্তি হল।
তাঁর প্রয়ানে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।