রাজ্য বিভাগে ফিরে যান

আজ শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি

August 16, 2021 | < 1 min read

আজ থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ৮ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত কাজ খতিয়ে দেখা হবে। ১৭ হাজারের বেশি ক্যাম্পে নথি খতিয়ে দেখা হবে। ১৮টি প্রকল্পের সুবিধা পেতে ক্যাম্পে আবেদন করা যাবে । ১৮টি স্কিম এখান থেকে দেওয়া হবে।

এবছর এই ক্যাম্পগুলো থেকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বিনামূল্যে ফর্ম পাওয়া যাবে। তাতে একটি নির্দিষ্ট নম্বর থাকবে। অন্য কোনও ফর্ম জমা নেওয়া হবে না। প্রকল্পের সুবিধা পেতে কোনও ট্যাক্স দিতে হবে না। কোনও অভিযোগ থাকলে বিশেষ হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, যদি কোনও অভিযোগ থাকে সরাসরি মুখ্যমন্ত্রীর অফিসে টোল ফ্রি নম্বরে জানাতে পারেন। ১০৭০/২২১৪৩৫২৬-এই নম্বরে। বাংলা সহায়ক কেন্দ্রেও অভিযোগ জানানো যাবে।

একুশের ভোট বৈতরণী পার করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি খুবই জনপ্রিয় হয়েছিল। আর তাই এই কর্মসূচির ট্যাবলো জায়গা করে নিয়েছে রেড রোডের ১৫ অগাস্টের কুচকাওয়াজে। ‘দুয়ারে সরকার’ এর পাশাপাশি মমতার স্বপ্নের প্রকল্প ‘কৃষক বন্ধু’, লক্ষ্মীর ভাণ্ডার, জলস্বপ্ন, দুয়ারে রেশন, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মত উন্নয়নমূলক এমনকি ‘খেলা হবে’ দিবসের ট্যাবলোও নজর কেড়েছে গতকাল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Duare Sarkar

আরো দেখুন